কৃষক আন্দোলনে বিদেশী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ! অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসলেন অমিত শাহ

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীর কৃষক আন্দোলনে বিদেশী ষড়যন্ত্র প্রকাশ পাওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) একটি উচ্চপর্যায়ের জরুরী বৈঠক ডেকেছিলেন। বৈঠকে অংশ নিয়েছিলেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল (ajit doval), দিল্লী পুলিশ কমিশনার এসএসএন শ্রীবাস্তব এবং আইবি চিফ। পূর্বেই অমিত শাহ ট্যুইট করে বলেছিলেন, ‘কোন প্ররোচনাই আমাদের ঐক্য ভেঙ্গে দিতে পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব’।

দিল্লীতে কৃষক আন্দোলন প্রসঙ্গে আচমকাই বিদেশী তারকারা কৃষকদের সমর্থন করতে শুরু করেন। এরপর স্যোশাল মিডিয়ায় একটি ডকুমেন্ট টুলকিট প্রকাশ করে গোটা বিশ্ব কিভাবে কৃষকদের পাশে আছে, তা দেখানো হয়। যা ভারতের ভাবমূর্তি নষ্ট করার পরিপন্থী ছিল।

গ্রেটা থানবার্গ টুলকিট শেয়ার করার পরই সমস্ত বিষয়টা সামনে এসেছে বলে জানালেন অমিত শাহ। দিল্লী পুলিশ এই টুলকিটের তদন্তের জন্য আর্জি জানিয়েছে। দিল্লী পুলিশের স্পেশাল কমিশনার জানিয়েছেন, ‘এখন কাউকেই গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র টুলকিটের নির্মাতাদের বিরুদ্ধে দিল্লী পুলিশ তদন্ত করছে’।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকারেরও আশঙ্কা ভারতকে বদনাম করতে কিছু বিদেশী শক্তি এই সমস্ত পদ্ধতির সাহায্য নিচ্ছে। দিল্লী পুলিশ সমস্তটা দেখে ষড়যন্ত্রের আশঙ্কা করেছে। ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক যুদ্ধের ডাক দিয়ে ২৬ শে জানুয়ারির ঘটনাটা ঘটানো হয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর