‘নিজেদের লড়াই নিজেরা করুন, নাহলে বাড়ি যান’ বিজেপির নেতা-কর্মীদের সাফ বার্তা অমিত শাহের

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় হিংসার আবহে অমিত শাহের দুদিনের বঙ্গ সফর আদতে 2024 সালে লোকসভা নির্বাচনের পূর্বে বাংলাকে মেপে নেওয়ার মঞ্চ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজ্য বিজেপি নেতৃত্ব আশা করে বসেছিল যে, অমিত শাহের সামনে তারা সিবিআই এবং 365 ধারা নিয়ে সওয়াল করবে। কিন্তু এদিন দলীয় নেতাদের নিয়ে বৈঠকে তাদের সেই আশায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিধানসভা নির্বাচনের পর এটাই ছিল অমিত শাহের প্রথম কলকাতা শহর। কলকাতার বুকে পা দিয়ে এদিন নিউটাউনের একটি ফাইভ স্টার হোটেলে অমিত শাহ একটি বৈঠক ডাকেন, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ, বিধায়ক থেকে রাজ্য নেতৃত্বর বহু নেতা। সেখানে অমিত শাহ বলেন যে, সিবিআই কিংবা 365 ধারাকে অবলম্বন করে নয়, নিজের ক্ষমতার ওপর ভরসা করতে হবে বিজেপিকে। তবে এদিন তিনি বঙ্গ বিজেপিকে আশ্বস্ত করে বলেন, “2024 সালে বাংলায় বিজেপি ভালো ফল করবে।”

অমিত শাহের বঙ্গ সফরের পূর্বে রাজ্যের বিজেপি নেতৃত্ব একপ্রকার স্থির করে নিয়েছিল যে, তাঁর সামনে সিবিআই এবং 365 ধারা প্রসঙ্গে আবেদন জানাবে তারা। কিন্তু এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেন, “কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বড়জোর তদন্ত করতে পারে। কিন্তু তৃণমূল নেতাদের জেলের ভিতর ভরা সিবিআইয়ের কাজ নয়। আর তাছাড়া রাজ্যে তৃণমূলকে ঠেকাতে হলে নিজেদের ক্ষমতাতেই বিশ্বাস রাখতে হবে বিজেপিকে।”

এদিন অমিত শাহ বলেন, “বিরোধী দল হিসেবে লড়াই করা সবসময় শক্ত হয়। আমরা যখন দেশে বিরোধী হিসেবে ছিলাম, তখন অনেক সংগ্রাম করে এগোতে হয়েছে। আমার নিজের বিরুদ্ধে ছয়টি খুনসহ পঞ্চাশের ওপর মামলা ছিল। সেই লড়াইয়ে আমার অনেক হাড় পর্যন্ত ভেঙেছে। আমি আপনাদের এটাই বলব যে, বাংলায় লড়াই আপনাদেরকে লড়তে হবে। যারা ভাবছেন কিছু না করেই সবকিছু হয়ে যাবে, তারা বাড়ি চলে যান।”

এছাড়াও তিনি বলেন, “আমরা তিনটি আসন থেকে বিধানসভায় 70 এর ওপর পৌঁছেছি। ফলে হতাশ হবার কিছু নেই। আপনারা লড়াই জারি রাখুন। আমার মনে হয়, কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে আপনাদের প্রচার কম হচ্ছে, এই প্রচার আপনাদেরকে বাড়াতে হবে।” এছাড়াও এদিন তাঁর প্রতি বাংলার মানুষের সমর্থনে অভিভূত অমিত শাহ বলেন, “এরপর থেকে নিয়মিত বঙ্গ সফরে আসব আমি।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর