বাংলা হান্ট ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর জম্মু-কাশ্মীরেরই অবিচ্ছেদ্য অংশ। যখন যখন জম্মু-কাশ্মীরের নাম সকলের সামনে উঠে এসেছে, তখন তখন পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে নিয়ে কথা উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন ভাবেই মঙ্গলবার লোকসভায় সরকারের অবস্থান তুলে ধরলেন। শুধু তাই নয় তিনি আরও বলেন, ‘এই ভূখণ্ডের জন্য জীবন দিতে পারি।’
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে কেন্দ্র স্বৈরাচারী কাজকর্ম করছে বলে বিরোধিতা করেছেন বিরোধীরা। এরই জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতের একটি অংশ করতে সরকার সুপরিকল্পিত ও অনবদ্য। এদিন তিনি বলেন, এই প্রস্তাব এবং বিল স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের ইতিহাসে।
জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে এখন সরগরম দেশ। প্রতিনিয়ত চলছে সমালোচনা। এই সময় অমিত শাহের এমন বক্তব্য ঘটনাকে অন্য আরেক বেগ দিয়েছে। এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার জল কোন দিকে গড়ায়। ইতিমধ্যেই সমগ্র দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।