‘সত্যজিৎদা এখন থাকলে হীরক রানির দেশে বানাতেন’! মমতাকে কটাক্ষ শাহের

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আবহে ফের একবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের হয়ে বুধবার মশাটে জনসভা করেন তিনি। সেই সভা থেকে বাঙালির সংস্কৃতিমনস্কতাকে হাতিয়ার করতে দেখা যায় তাঁকে। শাহের বক্তৃতায় উঠে আসে কিংবদন্তি সত্যজিৎ রায়ের (Satyajit Ray) প্রসঙ্গ।

এদিন তৃণমূল (TMC) নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে শাহ বলেন, ‘আমাদের সত্যজিৎ রায় ভীষণ বিখ্যাত একজন শিল্পী ছিলেন। তাঁর ছবি হীরক রাজার দেশে খুবই প্রসিদ্ধ। মমতার আমলে তিনি বেঁচে নেই। যদি বেঁচে থাকতেন তাহলে হীরক রানির দেশে নামের সিনেমা বানাতেন’।

ইতিমধ্যেই সত্যজিৎ রায়ের এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলের পাশাপাশি সংস্কৃতিমনস্ক মানুষজনের একাংশও এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারোর কারোর আবার প্রশ্ন, সত্যজিৎ রায়কে কতখানি চেনেন অমিত শাহ? উনি যে সিনেমার কথা বলছেন, সেটাও কি আদৌ দেখেছেন?

আরও পড়ুনঃ ‘একদিন মরব জানি, কিন্তু পুলিশকে ভয় পাচ্ছি’! ভয়ে কাঁটা ‘পুরুষশূন্য’ বাগদিপাড়া!

অন্যদিকে শাহের এই মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র তথা যুব নেতা সুদীপ রাহা এই প্রসঙ্গে বলেন, ‘আসল হীরক রাজা হলেন নরেন্দ্র মোদী। ওনার আমলে দেশের যা হাল হয়েছে সেটা তো আর বলার নয়! ওনার আমলে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গেই মানুষের জীবনযাত্রাও মানও পড়ে গিয়েছে। দেশে তো এসব চলছেই। আর ওনার পাশে বসে থাকা হীরক রাজার আরেক জন সেনাপতি অমিত শাহ কি মোদীকে দেখতে পাননি? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন হীরক রানি। এটা সত্যের অপলাপ!’

এদিনের সভা থেকে সিএএ, অনুপ্রবেশ ইস্যু নিয়েও তৃণমূলকে একহাত নেন শাহ। মমতার পাশাপাশি নাম না করেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। ‘ভাইপো’ বলে সম্বোধন করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে।

bjp leader amit shah targets mamata banerjee and tmc from his south dinajpur rally

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এবং আপনার ভাইপো যতই বলুন না কেন, সিএএ হবেই। আমরা প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব দেবই। সেই সঙ্গেই অনুপ্রবেশও বন্ধ হবে। আপনারা বিজেপিকে জেতান, অনুপ্রবেশ তো বন্ধ হবেই, সীমান্ত পেরিয়ে একটা পাখিও এখানে ঢুকতে পারবে না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর