কখন রেগে যান অমিত শাহ? সংসদে নিজেই জানালেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের একটি মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, তিনি কখনই কাউকে তিরস্কার করেন না বা রেগে যান না, তবে কাশ্মীরের প্রসঙ্গ উঠলেই একমাত্র তিনি রেগে যান।

এদিন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ‘ফৌজদারি কার্যবিধি (শনাক্তকরণ) বিল, ২০২২’ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার একটি ‘মডেল কারাগার ম্যানুয়াল’ তৈরি করছে যা এবার রাজ্যগুলিতে পাঠানো হবে।

   

এরপর তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় সংসদে বলেন যে, তিনি এই জাতীয় কোনও ম্যানুয়ালের খসড়া দেখেননি, তখন তার প্রত্যুত্তরে শাহ বলেন, “আপনি দেখেননি কারণ আপনি সরকারে নেই। সরকার এখন এটা তৈরি করছে। আপনি যদি সরকারে থাকতেন তবে অবশ্যই দেখতেন। আমি আপনাকে আগাম আশ্বস্ত করার জন্য এটা বললাম।”

এ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দোপাধ্যায় সংসদে বলেন, “আপনি যখন দাদা (সৌগত রায়)র সঙ্গে কথা বলেন, তখন তিরস্কার করে কথা বলেন।” জবাবে শাহ হেসে বলেন, “না, না। আমি কখনো কাউকে তিরস্কার করি না। আমার গলার আওয়াজই একটু জোরালো। এটা আমার ‘ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট’।”

অবশ্য পরে তিনি বলেন, “আমি কখনো কাউকে বকাঝকা করি না আবার কারোর ওপর রাগও করি না। তবে শুধুমাত্র কাশ্মীরের প্রশ্ন এলেই আমি রেগে যাই, বাকি ক্ষেত্রে নয়।” সংসদে এহেন কাণ্ড দেখে শাসকদল ও বিরোধী দলের সকল সদস্যরা হেসে ওঠেন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর