কবে খুলবে রাম মন্দিরের দরজা? দিন ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs of India) অমিত শাহ (Amit Shah) বৃহস্পতিবার ত্রিপুরার (Tripura) জনসভা থেকে ঘোষণা করলেন রাম মন্দির (Ram mandir) উদ্বোধনের তারিখের। তিনি জানান পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই খুলতে চলেছে রাম মন্দিরের দরজা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ২০২৪ সালের ১লা জানুয়ারি।

ত্রিপুরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচন। নিজেদের গদি টিকিয়ে রাখতে মরিয়া গেরুয়া শিবির। তাই ইতিমধ্যেই ত্রিপুরা জুড়ে প্রচারে জোর দিচ্ছে বিজেপি (Bharatiya Janata Party)। বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে অবগত করতে বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় শুরু করা হল “জন বিশ্বাস যাত্রার।”

এদিন দুটি রথযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,”রাম মন্দির নির্মাণের কাজে বাধা সৃষ্টি করছে সিপিএম ও কংগ্রেস। ওদের জন্যেই দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল এই বিষয়টি। সুপ্রিম কোর্টের রায়ের পর মন্দির নির্মাণের কাজ শুরু করেন মোদীজি। রাম মন্দির তৈরি হয়ে যাবে ২০২৪ সালের ১লা জানুয়ারী।”

কবে সর্বসাধারণের জন্য রাম মন্দির উদ্বোধন হতে চলেছে এই নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এর আগে বহুবার বিজেপি দাবি করে ২০২৪ সালের প্রথম দিকেই উদ্বোধন হবে রাম মন্দিরের। তবে নির্দিষ্ট কোন তারিখের কথা জানাতে পারেনি বিজেপি। আজ ত্রিপুরায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা নতুন করে উৎসাহ জোগাল ভক্তদের মনে।

বিজেপির এই রথযাত্রা ত্রিপুরায় আট দিন ধরে চলবে। বিজেপি এই রথ যাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে উন্নয়নের বার্তা দিতে চায়। অন্যদিকে, গত পাঁচ বছরে নিজেদের পারফরমেন্সের একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছে ত্রিপুরার রাজ্য সরকার। সেই কার্ড অনুযায়ী ২০১৮ সালে দেওয়া সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X