বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি ও তৃণমূলের তরজা নতুন কোন ঘটনা নয়। প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করার পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ছাড়লেন না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বেশকিছুদিন আগেই প্রধানমন্ত্রীকে মাথামোটা বলে কটাক্ষ করছিলেন তিনি। আবারও অমিত শাহকে (Amit Shah) শকুন বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal )। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনিয়া বলে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।
রবিবার আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূলের এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন , “গুজরাতে গান্ধিজি ছাড়া কেউ স্বাধীনতার জন্য প্রাণ দেননি । আসলে গুজরাতি মানেই বেনিয়া । ব্যবসা ছাড়া ওরা কিছু বোঝে না । তাই ওরা ভারতবর্ষের উন্নয়ন করবে কী করে ?” পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে শকুন বলে কটাক্ষ করেন তিনি ।
অনুব্রত কটাক্ষের সুরে অমিতবাবুকে বলেন, ‘ও হচ্ছে বড় শকুন। জেখানেই মরার গন্ধ পায়, সেখানেই শকুন ছুটে যায়। রক্তের গন্ধ পেলেই আমিত শাহ ছুটে যায়। লজ্জা লাগে না নরেন্দ্র মোদি তুমি ভারতবর্ষকে শেষ করে দিয়েছ। তুমি ট্রেন বিক্রি করে দিয়েছ। তুমি ভারতকে অন্ধকারে নামিয় এনেছ। তুমি গোটা ভারতে করোনা ছড়িয়ে দিল। তুমি একটা মাথামোটা , মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। যা আগে জন্মায়নি। গুজরাটি নামে বেনিয়া, ওরা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। টাকা ছাড়া কিছু ভাবে না।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিনের দালাল বলে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । পূর্ব বর্ধমানে কেতুগ্রাম ১ ব্লকের কর্মীর সম্মেলনে যোগ দিয়ে দিদির কেষ্ট বলেন , ‘মোদি ২০ বার চিন গেছে। মোদি চিনের দালাল। তাই চিনকে যোগ্য জবাব দিতে পারছে না। ওর ভুলের জন্যই ভারতের ২০ জন জওয়ান শহীদ হয়েছেন। দেশে অপদার্থ প্রধানমন্ত্রী থাকালে সৈন্যরা এভাবেই মারা যাবে।’একই সঙ্গে এদিন ২০২১ বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণীর কথা শোনান অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ২০২১ বিধানসভা ভোটে ২২০ থেকে ২৪০ আসনে জয়ী হবে তৃণমূল।