সেনাদের সঙ্গে CRPF ক্যাম্পে রাত কাটালেন অমিত শাহ, পুলওয়ামার শহীদদের দিলেন শ্রদ্ধাঞ্জলি

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সময়ে উপত্যকা সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। দীর্ঘ দুই বছর পর সেখানে গেলেন তিনি। সময় কাটালেন দেশ সুরক্ষার্থে নিয়োজিত থাকা সৈনিকদের সঙ্গে। সোমবার ফিরে আসার কথা থাকলেও, কর্মসূচী পরিবর্তন করে পুলওয়ামা (Pulwama)-র লেখপোরায় সিআরপিএফ বাহিনীর ক্যাম্পাসেই (CRPF Campus) সেনাদের সঙ্গে রাত কাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের শ্রদ্ধা জানালেন শহীদদের উদ্দেশ্যে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথপোরায় ২০১৯ সালের সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য জানালেন অমিত শাহ।

সোমবার দিল্লী ফেরার কথা থাকলেও, সেখানে গিয়ে সিআরপিএফ ক্যাম্পে সেনাদের সঙ্গে একরাত কাটান অমিত শাহ। তিনি বলেন, ‘বিগত কয়েক বছরে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকার শূণ্য সহনশীল নীতি অনুসরণ করার ফলেই এই পরিবর্তন লক্ষ্য করা গেছে। আমি এখানে আপনাদের সঙ্গে একরাত কাটাতে চাই এবং আপনাদের সমস্যাগুলোও বুঝতে চাই’।

জওয়ানদের সঙ্গে দেখা করেন তাঁদের সঙ্গে সময় কাটান এবং ডাল লেকে অনুষ্ঠিত হাউসবোট উৎসবে অংশও নেন অমিত শাহ। সিআরপিএফ 185 ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সৈনিক সম্মেলনে অংশ নিয়ে অমিত শাহ বলেন, ‘তিন দিনের সফরের শেষ কর্মসূচি। এই কর্মসূচী নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দরকারী। সেই কারণেই এখানে রাত কাটিয়ে তাঁদের সমস্যা বোঝার চেষ্টা করছি’।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি দেশের সুরক্ষার জন্য আপনারা ২৪ ঘন্টা বিভিন্ন প্রান্তে প্রস্তুত রয়েছেন। সেই কারণে দেশবাসী শান্তিতে ঘুমাতে পারে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী বসার পর, দেশ অনেক দ্রুত গতিতে এগোচ্ছে। অর্থনীতির দিক থেকেও হচ্ছে শক্তিশালী। আর দেশ যখন দেশ স্বাধীনতার অমৃত উৎসব পালন করছে, তখন আমি আপনাদের কাছে এসেছি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর