বাংলা হান্ট ডেস্কঃ আপনারও যদি সমবায় ব্যাঙ্কে (Cooperative Bank) অ্যাকাউন্ট থেকে থাকে, তবে কেন্দ্রের তরফ থেকে একটি সুখবর রইল আপনার জন্য। ইতিমধ্যেই সমবায় ব্যাঙ্ক তথা Cooperative Bank গুলিকে বড় দায়িত্ব দেওয়ার পথে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) দ্বারা এই সম্পর্কে একটি বড় ঘোষণা করা হয়েছে। সরকারি যে সকল কল্যাণমূলক প্রকল্প রয়েছে, সেগুলি এবার থেকে সকলেই ভোগ করতে চলেছেন।
সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, “দ্রুত সকল সরকারি প্রকল্পগুলিকে সমবায় খাতের সঙ্গে যোগ করা হবে। এর ফলে সকল মানুষ আমাদের প্রকল্পগুলির সুবিধা ভোগ করতে পারবে।
অর্থাৎ এবার থেকে সমবায় খাতগুলিকে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার তথা DBT-এর সঙ্গে যুক্ত করা হবে। স্বভাবতই, অমিত শাহের এই ঘোষণার পর খুশির হাওয়া দেশজুড়ে। ডিবিটি মাধ্যমে সমবায় ব্যাঙ্কের গ্রাহকরাও সকল সুযোগ সুবিধা পাবেন। দেশবাসীর নিকট প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
এ ক্ষেত্রে বলে রাখা ভালো, বর্তমানে সরকারের মোট ৩০০টি প্রকল্পের সুবিধা ডিবিটি-র দ্বারা সকলের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে বর্তমানে অমিত শাহের এহেন নির্দেশের উপর এ সকল সুবিধা সমবায় ব্যাঙ্কের গ্রাহকরাও পাবেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেন, “অতীতে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার জন্য ১২ থেকে ১৫ শতাংশ সুদ দিতে হতো। এখন তা কমে দশ শতাংশে এসে পৌঁছেছে। শুধু তাই নয়, অন্যান্য একাধিক ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়ে থাকে। পরবর্তীতে আমরা এরকম বহু প্রকল্প নিয়ে আসব, যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে।”