করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ, নিজেই টুইট করে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার জেরে পুরো ভারত জুড়ে সংক্রমন বেড়ে চলার সাথে সাথে একের পর এক সংবেদনশীল খবর সামনে আসছে। এখন খবর আসছে যে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah) করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। অমিত শাহ নিজে টুইট করে বিষয়টি জানিয়েছেন।

অমিত শাহ বলেছেন, আমি শারীরিকভাবে সুস্থ আছি কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছে। অমিত শাহ আরো বলেছেন, করোনার প্রাথমিক উপসর্গ দেখা যাওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম। যারপর রিপোর্ট পজেটিভ এসেছি।

অমিত শাহ বলেছেন, আমি অনুরোধ করছি যারা আমরা সংস্পর্শে এসেছিলেন তারা নিজেদের আইসোলেট করান এবং টেস্ট করান। প্রসঙ্গত জানিয়ে দি, দেশে করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে এবং এখন দেশের বড়ো বড়ো ব্যক্তিত্বরাও করোনা সংক্রমিত হচ্ছেন। যা দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়।

সম্পর্কিত খবর