‘অসমকে অনুপ্রবেশকারীদের আখড়া হতে দেব না, কান খুলে শুনে রাখুন’- বদরুদ্দিনকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার পাশাপাশি অসমেও চলছে বিধানসভা নির্বাচন। সেখানে বিজেপির হয়ে প্রচারে গিয়ে বদরুদ্দিন আজমলকে (Badruddin Ajmal) হুঁশিয়ারি দিলেন অমিত শাহ (amit shah)। অসমে অনুপ্রবেশের জন্য কংগ্রেস ও AIUDF-কে দায়ী করে কড়া ভাষায় আক্রমণ করে AIUDF প্রধান বদরুদ্দিন আজমলকে কটাক্ষ করলেন অমিত শাহ।

অসমবাসীকে বিজেপির ধর্মে উজ্জীবিত করতে সেখানে সভা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ। সেখানে সোনাপুরের এক সভা থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বদরুদ্দিন আজমলকে। সঙ্গে অসমবাসীর থেকে চেয়ে নিলেন আরও ৫ টা বছর।

amitshah 1551423601 1568807430 1570252765 1604111161 1613043865

অসমে অনুপ্রবেশের জন্য কংগ্রেস ও AIUDF-কে দায়ী করে হুঙ্কার দিয়ে অমিত শাহ বলেন, ‘এখানে অনুপ্রবেশ কোন দিন বন্ধ করতে পারবে না কংগ্রেস আর আজমলের সরকার। ওঁরা সব দিবা স্বপ্ন দেখছে। এই অনুপ্রবেশ বন্ধ করার চাবিকাঠি একমাত্র বিজেপির মোদী সরকারের হাতে রয়েছে। তাই এবার সবটা অসমের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা কি চায়- মৌলানা নির্ভর অসম নাকি আত্মনির্ভর অসম? আজমল কান খুলে শুনে নিন, অসমকে আর অনুপ্রবেশকারীদের আখড়া হতে দেব না’।

সোনাপুরের সভার পাশাপাশি বুধবার চিরাং জেলার বিজনিতেও সভা করেন অমিত শাহ। সেখান থেকে তিনি বলেন, ‘অসমে সরকার গঠনের তরুপের তাস হবে তালা-চাবি পার্টি- এটা দাবি করেছিলেন বদরুদ্দিন আজমল। তবে উনি ভুলে গেছেন অসমের মানুষের হাতেই রয়েছে আসল তালা চাবি। তারাই সবটা নির্ধারন করবেন। অসমবাসীকে বলব- আমাদের আরও ৫ টা বছর সময় দিন। সীমান্ত পেরিয়ে মানুষ প্রবেশ তো দূরস্থর, একটা পাখি পর্যন্ত ঢুকতে দেব না এখানে’।

Smita Hari

সম্পর্কিত খবর