বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচন সম্পন্ন হওয়ার এক বছর পর ফের বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় দুই দিন কাটাবেন তিনি। এদিন সকালে কলকাতায় পা রাখেন অমিত শাহ। সেখান থেকে তিনি কপ্টারে করে হিঙ্গলগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর শিলিগুড়িতে একটি সভা রয়েছে ওনার।
কলকাতায় এসে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন অমিত শাহ। নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। অমিত শাহের পা ছুঁয়ে প্রণামও জানান শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, বাংলা জয়ের স্বপ্ন ব্যর্থ হওয়া পর আর রাজ্যে আসেন নি অমিত শাহ। অন্যদিকে, রাজ্য বিজেপিতে কোন্দল ও দল ছাড়ার প্রবণতা বাড়ার পর তিনি বাংলায় আসার পরিকল্পনা নেন। অমিত শাহের এই বঙ্গ সফর রাজ্য বিজেপির জন্য অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
West Bengal | Union Home Minister Amit Shah arrives at Kolkata airport on a two-day visit to the state
He will participate in several events including the foundation stone laying event of Maitri Museum and Prahari Sammelan at BOP Haridaspur. pic.twitter.com/miYEtBkzjH
— ANI (@ANI) May 5, 2022
জানা গিয়েছে যে, অমিত শাহ আজ BSF-র একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি শিলিগুড়িতে একটি সভা করবেন। আগামীকাল কোচবিহার যাবেন অমিত শাহ। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে ওনার।