বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) রবীন্দ্রজয়ন্তীর জন্য অমিত শাহ (Amit Shah) পা রেখেই বুঝে গিয়েছেন বুথ স্তরে সংগঠনের অবস্থা কী। তাই বড় হোমওয়ার্ক দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বাংলা থেকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন আগেই। এবার এসে খোঁজ নিয়ে জেনেছেন বুথ স্তরের সংগঠনে এখনও ভালই দুর্বলতা রয়েছে।
তাই এখনই জোরকদমে নেমে পড়ে পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করার নির্দেশ দিয়ে গেলেন তিনি বলে সূত্রের খবর। তাই এখন পঞ্চায়েত নির্বাচনকেই প্রিবোর্ড পরীক্ষা হিসাবে দেখতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপির দলীয় সূত্রে খবর, রাজ্য নেতৃত্ব যে রিপোর্ট দিয়েছেন তার সঙ্গে বাস্তবের মিল নেই বলে পাল্টা রিপোর্ট জমা পড়েছে। এমনকী একটি সমীক্ষা সংস্থাকে দিয়ে সার্ভে করিয়েও দেখা গিয়েছে, বুথ স্তরে সংগঠন একদম তলানিতে। তাই প্রত্যেকটি জেলায় ঘুরে দলের সাংগঠনিক শক্তি বাড়ানো এবং জনসংযোগে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আরও বেশি মানুষের কাছে যেতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেটা জেলায় ঘুরেই সম্ভব।
আবার কবে আসছেন শাহ? আগামী জুন মাসে রাজ্যে আবার শাহ আসবেন বলে বিজেপি সূত্রে খবর। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে এসে সভা করতে পারেন তিনি। তবে কবে ঠিক আসবেন? তার কোনও নির্দিষ্ট তারিখ জানা যায়নি। ২০২৪ সালে আবার লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে। তাছাড়া নানা কর্মসূচি তো থাকবেই। অমিত শাহ, জেপি নড্ডা এখন থেকে আসা যাওয়া করবেন।
লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও রাজ্যে আসবেন। জুন মাসে আরেক দফা রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন খতিয়ে দেখবেন পঞ্চায়েত স্তরে কতটা কাজ হয়েছে।