বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূল এবং বিজেপি কোমর বেঁধে লেগে পড়েছে। গদি দখলের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে আজ অর্থাৎ শুক্রবার রাতে দুদিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। তবে অন্যান্য সফরের তুলনায় এই সফর কিছুটা জোরালো হতে চলেছে বলেও মনে করা হচ্ছে।
অমিত শাহের বাংলা সফর
এবার বাংলা সফরে এসে প্রথম দিন দুপুরে মেদিনীপুরের এক কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত শাহ। এখানে এসে বাংলার দুই মন্দিরে ভগবানের দর্শন করবেন বলেও জানা গিয়েছে। প্রথমদিন মেদিনীপুরে কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজন সারার পর রামকৃষ্ণ মিশন এবং কালী মন্দিরে দর্শন করবেন তিনি। সেইসঙ্গে সমাবেশের মধ্যে মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বোসের মূর্তিতে ফুল মালা অর্পণ করবেন বলেও জানা গিয়েছে।
বিজেপিতে যোগ দিতে পারেন TMC নেতা
আবার এইদিকে তৃণমূলের সঙ্গে সম্প্রতি সকল সম্পর্ক ছিন্ন করেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। কানাঘুষোয় শোনা যাচ্ছে, অমিত শাহের মেদিনীপুরের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন শুভেন্দু অধিকারী। প্রথম দিনের কর্মসূচী শেষ করে, অমিত শাহ দ্বিতীয় দিন একজন লোকশিল্পীর বাড়িতে আহার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। এরপর বোলপুর জেলা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন বলেও জানা গিয়েছে। তারপর একটি রোড শো এবং সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে দিল্লী ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আহার গ্রহণ করবেন কৃষকের বাড়িতে
একদিকে যখন কেন্দ্র সরকারের নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবীতে দিল্লীতে কৃষকরা প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করছে, ঠিক সেইসময়ই বাংলায় এসে মেদিনীপুরের এক কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারার পরিকল্পনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগেরবার এসে এক আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে আহার গ্রহণ করলেও, এবার এক কৃষক পরিবারের অন্ন গ্রহণ করবেন অমিত শাহ। সেইসঙ্গে রাজ্যের কৃষকদের সমস্যার কথাও শুনবেন বলে ঠিক করেছেন।