বাংলা হান্ট ডেস্ক : ফের বাংলায় আসছেন অমিত শাহ (Amit Shah)। চলতি সপ্তাহেই বাংলায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর সেই উপলক্ষেই এখন জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বঙ্গ–বিজেপির নেতাদের মধ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে অমিত শাহর এই বঙ্গ সফর বেশ গুরুত্বপূর্ণ। এখানে এসে তিনি একটি জনসভা করবেন বলে বিজেপির (BJP) দলীয় সূত্রে খবর। এবার এই সফর নিয়েই চূড়ান্ত ব্যস্ত বঙ্গ–বিজেপির শীর্ষ নেতারা।
প্রসঙ্গত, রাজ্যে দলের সংগঠন একেবারে বেহাল। সেটা ভালো মতোই জেনে গেছেন শাহ–নড্ডারা। তার উপর কয়েকদিন আগে আলাদা ভাবে নয়াদিল্লি গিয়ে দেখা করে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই এই বঙ্গ সফর এবং সভা আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
সূত্র মারফত খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার ১৪ এপ্রিল কলকাতায় আসবেন। তবে ঠিক কখন কলকাতায় নামবেন সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। এবারের বঙ্গ সফরে এসে নাকি জনসভাও করতে পারেন অমিত শাহ। আর তার জন্য বেছে নেওয়া হয়েছে বীরভূম জেলার সিউড়িকে। তার পর বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই বৈঠক হতে পারে বলে বিজেপির দলীয় সূত্রে খবর। ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন তিনি নয়াদিল্লি ফিরে যাবেন।
বিজেপি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম দখল করতে চায়। এখন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রয়েছেন তিহাড় জেলে। সেটাই বড় সুযোগ। আর তা প্রচারও করা হবে। এভাবেই এখানে ভোট পেতে চায় পদ্ম শিবির। এই লক্ষ্যেই আগামী ১৪ এপ্রিল কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে এসে বঙ্গ–বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শাহর।
বঙ্গ সফরে এসে বীরভূমে সভাস্থল ঠিক করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অনেকে মনে করছে ওয়াকিবহাল মহল। একদিকে বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন রয়েছেন নয়াদিল্লির তিহাড় জেলে। গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া বীরভূমে সংগঠন দেখার জন্য নিজে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শীর্ষ কয়েকজন নেতাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে বীরভূমে নজরদারির জন্য। পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে তাই বীরভূমকেই লড়াইয়ের ক্ষেত্র হিসাবে বেছে নিতে চায় বিজেপি।