চ্যালেঞ্জ বেজিংকে! ভারত-চিন দ্বন্দ্বের মধ্যেই অরুণাচল সফরে অমিত শাহ, করবেন সরকারি প্রকল্পের সূচনা

বাংলা হান্ট ডেস্ক : অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) নিয়ে তুলকালাম ভারত-চিনের আন্তর্জাতিক সম্পর্ক (India – China International Relation)। কয়েক দিন আগেই তৃতীয় দফায় অরুণাচলের বেশ কিছু অঞ্চলের নাম পরিবর্তন করে চিনা নাম প্রকাশ করেছে বেজিং (Beijing)। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত (India)। এই উত্তপ্ত অবস্থার মধ্যেই আগামী ১০-১১ এপ্রিল অরুণাচল সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরকারি সূত্রে খবর, দু’দিনের এই সফরে চিন সীমান্ত সংলগ্ন গ্রামে কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে শাহ’র। এছাড়াও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

গতকাল শনিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একাধিক সীমান্ত রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলির উন্নতিকল্পে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’-এ ৪,৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এর মধ্যে ২,৫০০ কোটি টাকা খরচ হবে সড়ক উন্নয়নে। ২০২২-২৩ এবং ২০২৫-২৬ দুই পর্বে প্রকল্প রূপায়ণের সময়সীমা ধার্য করা হয়েছে।

amit shah 2

এ সূত্রেই অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের ১৯টি জেলার ৪৬টি ব্লকের ২৯৬৭টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে। মূলত চিন সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত গ্রামগুলিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই কেন্দ্রের লক্ষ্য। সেই সূত্রেই অমিত শাহ’র অরুণাচল সফর।

সফরের প্রথম দিনই ১০ এপ্রিল আনজাও জেলার সীমান্ত গ্রাম কিবিথুতে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’-এর সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ১০ ও ১১ এপ্রিল দুই দিন আরও কর্মসূচি রয়েছে শাহ’র। একদিকে যখন অরুণাচল সীমান্তে চিনা আগ্রাসন অব্যাহত, তখন রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করে পালটা চাল দিতে চাইছে ভারত। এর ফলে কর্মসংস্থানও হবে। স্থানীয়দের মন জয় করতে চাইছে ভারত।

সম্প্রতি চিনের সিভিল অ‌্যাফেয়ার্স মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়, ‘ওই অঞ্চলটি তিব্বতেরই দক্ষিণের ঝানগান প্রদেশের অংশ।’ যে ১১টি অঞ্চলের নামকরণ করেছে চিন তার মধ্যে রয়েছে দু’টি ভূমি অঞ্চল, দু’টি আবাসিক এলাকা, পাঁচটি পর্বত শৃঙ্গ এবং দু’টি নদী। এর পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করা হয়, ‘আমরা গোটা বিষয়ে অবগত। চিন আগেও এই কাজ করেছে। এমন পদক্ষেপকে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। নামকরণের প্রচেষ্টা বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।’

Sudipto

সম্পর্কিত খবর