বাংলা হান্ট ডেস্কঃ পরিযায়ী শ্রমিকদের তাদের রাজ্যে পাঠানো নিয়ে দেশজুড়ে চলা অভিযানের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) চিঠি লিখলেন।
ওই চিঠিতে অমিত শাহ জিজ্ঞাসা করেছেন যে, প্রবাসী মজদুরদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন রাজ্য সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না? মমতা ব্যানার্জীকে লেখা চিঠিতে অমিত শাহ লেখেন, অন্যান্য রাজ্য গুলোর মতো বাংলায় আটকে থাকা প্রবাসী মজদুররাও নিজের বাড়ি ফিরতে চান। আমার দুঃখ হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকার প্রবাসী মজদুরদের ফিরিয়ে দিতে কোন সহযোগিতা করছে না। ওই চিঠিতে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকার ট্রেনের যাতায়াতের জন্য অনুমতি দিচ্ছে না।
দেশের বিভিন্ন রাজ্যের আলাদা আলদা জায়গায় আটকে পড়া প্রবাসী মজদুরদের বাড়ি ফেরানোর জন্য কেন্দ্র সরকার শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রী চিঠি লিখে জানান, কেন্দ্র সরকার দুই লক্ষের বেশি মজদুরদের তাদের বাড়ি পৌঁছে দিতে সাহায্য করবে।
Home Minister Amit Shah sent a letter to West Bengal CM Mamata Banerjee, expressing his dismay over the state government stonewalling efforts by the Centre to facilitate transportation of migrant labourers back to State.
Read @ANI Story | https://t.co/8cS8KhRk3c pic.twitter.com/fqnAadCY8I
— ANI Digital (@ani_digital) May 9, 2020
অমিত শাহ চিঠিতে লেখেন, ট্রেন গুলোকে পশ্চিমবঙ্গে পৌঁছাতে না দেওয়া মজদুরদের সাথে অন্যায়। এটা শ্রমিকদের সাথে অন্যায়। মমতা ব্যানার্জীকে লেখা চিঠিতে অমিত শাহ লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকার প্রবাসীদের মজদুরদের নিয়ে যাওয়া ট্রেনকে রাজ্যে ঢোকার অনুমতি দিচ্ছে না, এটা তাদের সাথে অন্যায়। এর জন্য তাদের আরও সমস্যা সৃষ্টি হবে।”