বাংলাহান্ট ডেস্কঃ দুদিনের বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। প্রথমদিন অর্থাৎ শনিবারের মেদিনীপুর সভায় বড় ধাক্কা পেয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। প্রথম দিনের কর্মসূচী নির্বিঘ্নে সম্পন্ন করে, এবার দ্বিতীয় দিন অর্থাৎ রবিবারের কর্মসূচী ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অমিত শাহ।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, রবিবার হেলিকপ্টারে করে বোলপুর উড়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে গিয়ে প্রথমে বিশ্বভারতীতে পৌঁছে উপাসনা গৃহ ঘুরে দেখেন অমিত শাহ। সঙ্গীত ভবনের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠানে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাহুল সিনহার সঙ্গে দর্শকাসনে বসে অনুষ্ঠান দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর সেখান থেকে সব কিছু ঘুরে দেখে শান্তিনিকেতনের ভিজিটর্স বুকে নিজের প্রতিক্রিয়া লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখে নিন সেখানকার বেশ কিছু ছবি-
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার