একসঙ্গে আসছেন অমিতাভ-শাহরুখ দুই ‘ডন’, বলিউডের ভয়ে কাঁপবে দক্ষিণী ইন্ডাস্ট্রি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের প্রথম ‘ডন’ (Don)  অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ছবিটা শোরগোল ফেলে দিয়েছিল সিনেপাড়ায়। সেই ছবির সংলাপ, গান সব আজো একই রকম আইকনিক। ২০০৬ সালে অমিতাভের জুতোয় পা গলিয়ে নতুন ‘ডন’ হয়ে ওঠেন শাহরুখ খান (Shahrukh Khan)। তার পাঁচ বছর পর ছবিল সিক‍্যুয়েল আসতে সেটাও সুপারহিট। কিন্তু গত এক দশকে বলিউডের পর্দায় আর ডনের দেখা পাওয়া যায়নি।

পরিচালক ফারহান আখতারের ‘ডন’ সিরিজের তৃতীয় খণ্ড ‘ডন ৩’ নিয়ে বেশ কিছুদিন ধরেই নানান গুঞ্জন শোনা যাচ্ছে। মাঝে খবর ছড়িয়েছিল, শাহরুখ নাকি নিজেই সরে গিয়েছেন ছবি থেকে। বলিউডের বর্তমান পরিস্থিতি দেখে নাকি তিনি ভরসা পাচ্ছেন না। ফারহানও নাকি নতুন করে মনোযোগ দিচ্ছেন চিত্রনাট‍্যে।


তবে নতুন খবর বলছে, ডন ৩ তে দুই মহা তারকা নাকি একসঙ্গে আসতে চলেছেন। অর্থাৎ আসল ডন অমিতাভ এবং তাঁর উত্তরসূরী শাহরুখ। তবে তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন নতুন প্রজন্মের আরো এক অভিনেতা। তিনি রণবীর সিং। তিন তারকা মিলিয়ে জমিয়ে দেবেন সিরিজের তৃতীয় ছবি।

সূত্রের খবর মানলে, পরিচালক ফারহান ডন সিরিজের তৃতীয় ছবিটির জন‍্য অমিতাভ এবং শাহরুখকে একসঙ্গে চাইছেন। সঙ্গে থাকবে রণবীরের ক‍্যামিও। শোনা যাচ্ছে, তিনিই নতুন ডন হিসাবে আত্মপ্রকাশ করবেন। শাহরুখ নিজের উপাধিটা তুলে দেবেন উত্তরসূরী রণবীরের হাতে।

আগে শোনা গিয়েছিল, বলিউডে বয়কট সংষ্কৃতি এবং লাল সিং চাড্ডা ও রক্ষা বন্ধনের অবস্থা দেখে শাহরুখ নাকি ডন ৩ থেকে পিছিয়ে গিয়েছিলেন। চিত্রনাট‍্য নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী না হয়ে তিনি এগোতে চাইছিলেন না। আর শাহরুখকে না পেয়ে ফারহানও আর এগোতে চাইছেন না। তাই তিনিও নাকি চিত্রনাট‍্য নতুন করে তৈরিতে মন দিয়েছেন।

X