‘টাকার জন‍্য পানমশলার বিজ্ঞাপন করি’, অমিতাভের সাফাই নিয়ে সমালোচনা নেটমহলে

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে প্রভাবশালীদের মধ‍্যে অন‍্যতম বচ্চন পরিবার। দেশে বিদেশে একাধিক বাড়ি, গাড়ি নিয়ে ধনদৌলত যেন উপচে পড়ছে অমিতাভ বচ্চনের (amitabh bachchan)। অথচ তাঁকেই কিনা টাকার জন‍্য কাজ করতে হয় পানমশলার বিজ্ঞাপনে!

হ‍্যাঁ, এ কথা নিজেই স্বীকার করেছেন বিগ বি। ইন্ডাস্ট্রির মাথা হয়েও পানমশলার মতো ক্ষতিকারক জিনিসের বিজ্ঞাপন কীভাবে করেন অমিতাভ? এই প্রচারে তো সমাজের প্রতিই একটা ভুল বার্তা যাচ্ছে। একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হওয়ায় অমিতাভের কি কোনো সামাজিক দায়বদ্ধতা নেই? সোশ‍্যাল মিডিয়ায় এমনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন জনৈক নেটনাগরিক। তার উত্তরেই অমিতাভের এমন সাফাই।

877654 amitabh bachchan kaun banega crorepati contestant love story
ফেসবুকে একজন অনুরাগী খুবই ভদ্র এবং নম্র ভাবে অমিতাভকে প্রশ্ন করেন, ‘আপনি পান মশলার বিজ্ঞাপন কেন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন‍্যদের মধ‍্যে পার্থক‍্য কী রইল?’ উত্তরে বিগ বি লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। কোনো ব‍্যবসাতেই যদি কারোর ভাল হয় তাহলে এটা ভাবা উচিত নয় যে আমরা কেন এর সঙ্গে যুক্ত হচ্ছি। হ‍্যাঁ, ব‍্যবসাতে নিজের ব‍্যবসার দিকটাও দেখতে হয় বইকি। এবার আপনার মনে হচ্ছে এটা আমার করা উচিত না। কিন্তু এটা করতে তো আমি টাকা পাচ্ছি। তাছাড়া আমার উদ‍্যোগে তো আরো মানুষও কাজ করতে পারছে।’

বিগ বির এই উত্তরের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটমহলে। অনেকেই তাঁর বক্তব‍্যকে সমর্থন করেছেন। তিনি কোনো বিজ্ঞাপনে থাকলে যদি আর পাঁচটা মানুষ কাজ করে টাকা রোজগার করতে পারে তাহলে তার থেকে ভাল আর কিছুই হতে পারে না। আবার একাংশের মতে, এটা স্রেফ একটা অজুহাত। নিজের রোজগারের জন‍্য গোটা সমাজের কাছে একটা ভুল বার্তা দিতে পারেন না অমিতাভ।

এর আগে এই একই বিষয় নিয়ে শাহরুখ খান ও অজয় দেবগণকে তোপ দেগেছিলেন মুকেশ খান্না। বলিউডের প্রথম সারির তারকা হওয়ার খাতিরে সামাজিক দায়বদ্ধতার দিকটাও ভেবে দেখতে হবে অজয় শাহরুখদের, এমনটাই বক্তব‍্য ছিল তাঁর। কিন্তু তারকাদের তরফে না কোনো উত্তর পাওয়া গিয়েছে আর না বন্ধ হয়েছে এইসব বিজ্ঞাপন।

Niranjana Nag

সম্পর্কিত খবর