করোনা যুদ্ধে সাহায‍্যের হাত শক্ত করলেন অমিতাভ, পোল‍্যান্ড থেকে কিনলেন ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর

বাংলাহান্ট ডেস্ক: দেশের জন‍্য করোনা (corona) মোকাবিলায় ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর (oxygen concentrator) আনছেন অমিতাভ বচ্চন (amitabh bachchan)। পোল‍্যান্ড থেকে এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি কিনে আনছেন বিগ বি। নিজের ব্লগের মাধ‍্যমে এই কথা ঘোষনা করেছেন তিনি। কিছুদিন আগে কোভিড সেন্টার তৈরিতে দু কোটি টাকা আর্থিক সাহায‍্য করেছিলেন অমিতাভ।

ব্লগ মারফত বর্ষীয়ান অভিনেতা জানান, পোল‍্যান্ডের এক দূতাবাস তাঁকে ব‍্যক্তিগত ব‍্যবহারের অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর জন‍্য যোগাযোগ করেছিল। কিন্তু নিজের জন‍্য তা নিতে চাননি বিগ বি। তিনি বলেন, দেশের কয়েকটি সংস্থার এই অক্সিজেন কনসেনট্রেটরের এখন বেশি প্রয়োজন।

amitabh bachchan
তখন ওই দূতাবাস থেকে বিগ বিকে একটি কোম্পানির খোঁজ দেওয়া হয় যারা অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করছে। সেখান থেকেই নিজের দেশের জন‍্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কেনেন অমিতাভ। অভিনেতা জানিয়েছেন খুব শীঘ্রই ভারতে চলে আসবে সেগুলি। এছাড়াও ২০টি ভেন্টিলেটরও কিনেছেন তিনি। যার মধ‍্যে ১০টি ইতিমধ‍্যেই বৃহন্মুম্বই পুরনিগমের হাতে তুলে দিয়েছেন অমিতাভ। বাকি ১০টিও কিছুদিনের মধ‍্যেই চলে আসবে।

এর আগে দিল্লির শ্রী গুরু তেগ বাহাদু্র কোভিড কেয়ার সেন্টারে দু কোটি টাকা অনুদান দিয়েছেন অমিতাভ। দিল্লির শিখ গুরুদ্বারার ব‍্যবস্থাপক সমিতির সভাপতি মনজিন্দর সিং সিরসা এখবর জানিয়েছেন। ৩০০টি শয‍্যাবিশিষ্ট এই করোনা সেন্টারে বিনামূল‍্যে হবে রোগীর চিকিৎসা।

অমিতাভের এই অনুদানে আপ্লুত মনজিন্দর। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারের ব‍্যবস্থাও বিগ বি করবেন বলে জানা যাচ্ছে। টুইট করে এই খবর জানিয়েছেন মনজিন্দর। তিনি আরো লেখেন, অমিতাভ শিখদের এই উদ‍্যোগে খুবই খুশি। শিখদের এই সেবামূলক কাজকে কুর্নিশ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।


Niranjana Nag

সম্পর্কিত খবর