অভিনেতা না হয়েও সম্পত্তিতে টেক্কা দেবেন দাদাকে, জানুন অমিতাভের লন্ডনবাসী ছোট ভাইয়ের পরিচয়

বাংলাহান্ট ডেস্ক: অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পরিচয় নতুন করে দেওয়ার কোনো দরকারই পড়ে না। বলিউডের অন্যতম শক্ত খুঁটি তিনি, যিনি দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রির গৌরব বহন করে চলেছেন। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মেগাস্টার তিনি। তাঁর গোটা পরিবারই জনপ্রিয়। কিন্তু অমিতাভের যে একজন ভাইও আছে তা কি জানেন?

অজিতাভ বচ্চন (Ajitabh Bachchan), অমিতাভের আপনার ছোট ভাই। একই মায়ের পেটের ভাই তাঁরা। বিগ বি-র জন্মের পাঁচ বছর পর জন্ম হয় অজিতাভের। দুই ভাই-ই পড়াশোনা করেছেন নৈনিতাল শেরউড কলেজে। জানা যায়, অজিতাভ খুবই মেধাবী পড়ুয়া ছিলেন। কেরিয়ারের ক্ষেত্রে দাদার সম্পূর্ণ উলটো পথ ধরেছিলেন তিনি।

Ajitabh

অমিতাভ অভিনয় জগতে পা রাখলেও সেদিকে ঘেঁসেননি অজিতাভ। তাঁর বরাবর আগ্রহ ছিল ব্যবসায়। সেদিকেই নিজের কেরিয়ার গড়েন তিনি। কলেজ পাশ করার পর উদ্যোক্তা হিসেবে নিজের সফর শুরু করেন অজিতাভ। ভারতে কয়েক বছর কাটিয়েই তিনি পাড়ি দেন লন্ডনে। সেখানে আরো ফুলেফেঁপে ওঠে তাঁর ব্যবসা। জানা যায়, এখন তিনটি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন অজিতাভ।

দাদার পরিবার সম্পূর্ণ গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত হলেও অভিনয় জগৎ থেকে বরাবর নিজের দূরত্ব বজায় রেখেছেন অজিতাভ। লাইমলাইট থেকে দূরেই জীবন কাটান তিনি। অনেকে জানেনও না যে তিনি অমিতাভের ভাই। তবে দুই ভাইয়ের মধ্যে টান কিন্তু অটুট। এমনকি ভাইয়ের প্রেমটাও নাকি হয়েছিল অমিতাভের দৌলতে।

এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি। রমোলা বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন অজিতাভ। এই রমোলা আবার ছিলেন অমিতাভের সহকর্মী। কলকাতার অফিসে একসঙ্গে কাজ করতেন দুজনে। অমিতাভই ভাইয়ের সঙ্গে আলাপ করান রমোলার। দুজনে একে অপরের প্রেমে পড়েন আর তারপর বিয়ে করেন।

Amitabh ajitabh

উল্লেখ্য, অভিনয় থেকে দূরে থেকেও কিন্তু তাঁর পরিবারের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে বলিউডের। তাঁর ছোট মেয়ে নয়না পরবর্তীকালে অভিনয় জগতে আসেন। অভিনেতা কুণাল কাপুর তাঁর স্বামী। এই সূত্রেও অজিতাভের যোগ রয়েছে বলিউডের সঙ্গে।

লন্ডনে পাকাপাকি ভাবে রয়ে গিয়েছেন অজিতাভ বচ্চন। সেখানে তাঁর প্রতিপত্তিও কিন্তু কম নয়। সম্পত্তির দিক দিয়ে অমিতাভের থেকে কম যান না তিনি। সূত্রের খবর মানলে, অজিতাভের সম্পত্তির পরিমাণ প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে অমিতাভের সম্পত্তির আনুমানিক পরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩ হাজার কোটি টাকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর