বাংলাহান্ট ডেস্ক: কউন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati) এমন একটা মঞ্চ যেখানে শুধু টাকার খেলাই হয় না। অনেক গল্পও প্রকাশ্যে আসে। স্বপ্নপূরণের গল্প, স্বপ্ন ভাঙার গল্প, সুখ দুঃখের গল্প করেন প্রতিযোগীরা। মন দিয়ে সেসব শোনেনও সঞ্চালক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মাঝে মাঝে নিজের জীবনেরও কিছু ঘটনা শোনান তিনি। সম্প্রতি এমনি একজন প্রতিযোগীর কথা শুনে সেটেই কেঁদে ফেলেন বিগ বি।
হর্ষ কুমার সিং নামে প্রতিযোগী সাম্প্রতিক পর্বে অমিতাভের সামনে হট সিটে বসার সুযোগ পান। বছর ৩৬ এর ওই ব্যক্তি পেশায় একটি অনলাইন প্ল্যাটফর্মের SEO ম্যানেজার। তাঁর কেবিসিতে আসার কারণ শুনে হতভম্ব হয়ে যান অমিতাভ। চোখের জল আটকে রাখতে পারেননি তিনি।
ওই প্রতিযোগী জানান, স্ত্রীর চিকিৎসার অর্থ জোগাড় করতে কেবিসিতে এসেছেন তিনি। বিয়ের এক বছর পরেই তাঁর স্ত্রীর কিডনির অসুখ ধরা পড়ে। অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে দুটো কিডনিই কাজ করা প্রায় বন্ধ করে দেয়। তিনি জানান, গত ১৯ নভেম্বর কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে তাঁর স্ত্রীর।
ওই ব্যক্তি বলেন, ‘চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। আর আমার মনে হয়, কেবিসি এমন একটা মঞ্চ যেখানে নিজের জ্ঞানের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা রোজগার করা যায়।’ নিজের স্ত্রীর জন্যই আজ তিনি হট সিটে আর খেলাটাও জিততে চান বলে মন্তব্য করেন ওই প্রতিযোগী।
তাঁর জীবনের কাহিনি শুনে আবেগ ধরে রাখতে পারেননি অমিতাভ। তিনি বলেন, ওই ব্যক্তির পরিস্থিতিটা তিনি উপলব্ধি করতে পারছেন। কিডনি ট্রান্সপ্লান্ট সত্যিই ব্যয়বহুল। তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা যাতে পূরণ হয় সেই প্রার্থনাও করেন অভিনেতা।
প্রতিযোগী আরো জানান, যে টাকাটা তিনি জিতবেন তার কিছুটা পড়াশোনার জন্যও ব্যয় করতে চান তিনি। প্রযুক্তিবিদ্যার দিকে তাঁর ঝোঁক রয়েছে। বিষয়টা নিয়ে পড়াশোনাও করছিলেন তিনি। তখনি কেবিসির সুযোগ আসে তাঁর কাছে। মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দেন তিনি। এখন টাকাটা পেলে সেটা পড়াশোনার কাজেও লাগাবেন বলে জানান ওই ব্যক্তি।