আট বছর ধরে একাধিক নিয়ম অমান‍্য, সময়ের আগেই অবসর নিতে বাধ‍্য করা হল অমিতাভের প্রাক্তন দেহরক্ষীকে

বাংলাহান্ট ডেস্ক: জোরজবরদস্তি অবসর নিতে বাধ‍্য করা হল অমিতাভ বচ্চনের (Amitabh  BachchaK) প্রাক্তন দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডেকে। পুলিস সার্ভিস নিয়ম অমান‍্য করায় মুম্বই পুলিস থেকে নির্ধারিত সময়ের আগেই অবসর নিতে বাধ‍্য করা হল তাঁকে। গুরুতর অভিযোগ তোলা হয়েছে জিতেন্দ্র শিন্ডের বিরুদ্ধে।

মুম্বই পুলিসের কনস্টেবল জিতেন্দ্র এক সময় অমিতাভের দেহরক্ষী হিসাবে নিযুক্ত ছিলেন। ২০১৫ সালে এই কাজে নিযুক্ত হন তিনি। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে পুলিস সার্ভিস নিয়ম লঙ্ঘন করার। তদন্তে সামনে এসেছে যে একাধিক বার নিয়ম অমান‍্য করেছেন জিতেন্দ্র। তারপরেই মুম্বই পুলিসের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Amitabh bachchan fans
জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিসে কর্মরত হওয়া সত্ত্বেও লুকিয়ে একটি সিকিউরিটি এজেন্সি চালাচ্ছিলেন। পুলিস সার্ভিসের নিয়ম লঙ্ঘন করে এতদিন ধরে নাকি একটি সিকিউরিটি এজেন্সি চালাচ্ছিলেন জিতেন্দ্র। এই এজেন্সি থেকেই বছরে ১.৫ কোটি টাকা রোজগার করতেন নাকি তিনি।

খবর প্রকাশ‍্যে আসার পরেই ১০ মাসের জন‍্য সাসপেন্ড করে দেওয়া হয় জিতেন্দ্র শিন্ডেকে। তাঁর স্ত্রীর নামে রয়েছে এজেন্সিটি। কিন্তু এ ব‍্যাপারে নিজের ডিপার্টমেন্টকে কোনো তথ‍্যই দেননি জিতেন্দ্র। সম্পূর্ণ বিষয়টাই লুকিয়ে গিয়েছিলেন তিনি।

বিগত ২৭ বছর ধরে মুম্বই পুলিসে কর্মরত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত আট বছর ধরে তিনি পুলিস সার্ভিসের নিয়ম অমান‍্য করেছেন চার বার। তদন্তের রায় বেরোনোর আগেই আধিকারিকদের লিখিত ভাবে তিনি জানিধ‌য়ে দেন, পুলিসে কাজ করতে আর ইচ্ছুক নন তিনি।

জিতেন্দ্রর বিরুদ্ধে চার বার নিয়ম অমান‍্য করার অভিযোগ উঠেছে। প্রথম অভিযোগ, পুলিসে কর্মরত থাকার সময়ে ৬ বার বিদেশ সফর করেছেন তিনি। তাও আবার পুলিসি বিভাগের কাছে লুকিয়ে। তিন তিনটি ফ্ল‍্যাটেরও মালিক তিনি। একাধিক অভিযোগ ওঠে শিন্ডের বিরুদ্ধে। এরপরেই তাঁর বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেয় পুলিস।

Niranjana Nag

সম্পর্কিত খবর