গোপনে করে রেখেছিলেন এই প্ল্যান, ছেলের ফন্দি জানতে পেরেই জয়ার সঙ্গে বিয়ে দেন অমিতাভের বাবা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), বলিউডের খ্যাতনামা তারকা যিনি এখনো নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রির সর্বেসর্বা হয়ে উঠেছেন। শুরুতে যাঁকে উচ্চতার জন্য মশকরার পাত্র হতে হত, তিনিই পরে রাজত্ব শুরু করেন বলিউডে। একটা সময় মহিলা মহলে হু হু করে বাড়তে শুরু করেছিল বিগ বির জনপ্রিয়তা। রেখার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন তো আজো বহুল চর্চিত। এমনকি জয়ার সঙ্গেও তাঁর সম্পর্কের সূত্রপাত হয় ইন্ডাস্ট্রি থেকেই।

বাবার ধমকে ভেস্তে যায় অমিতাভের (Amitabh Bachchan) প্ল্যান

একসঙ্গে কাজ করতে করতেই পরস্পরের কাছাকাছি আসেন অমিতাভ (Amitabh Bachchan) জয়া। বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মধ্যে। তখনই দুজনে গোপনে একটি প্ল্যান করেছিলেন। বন্ধুদের সঙ্গে জয়াকে নিয়ে লন্ডনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন বিগ বি। প্লেনের টিকিট থেকে হোটেল বুকিং, সারা ছিল সবকিছুই। কিন্তু সেই প্ল্যানে পড়ে যায় জল। আর তা ঢালেন খোদ অমিতাভের (Amitabh Bachchan) বাবা হরিবংশ রাই বচ্চন।

Amitabh Bachchan father made him marry jaya

কী শর্ত দিয়েছিলেন বিগ বির বাবা: অবিবাহিত অবস্থায় ছেলে ঘুরতে যাবে জয়ার সঙ্গে! শুনেই ক্ষেপে গিয়েছিলেন হরিবংশ। সটান শর্ত দিয়েছিলেন, যদি লন্ডন ঘুরতে যেতেই হয়, তাহলে আগে জয়াকে বিয়ে করতে হবে। তারপরেই স্ত্রীকে নিয়ে যেতে পারবেন ঘুরতে। পর্দায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হলেও অমিতাভ (Amitabh Bachchan) ছিলেন বাবার বাধ্য পুত্র। বাবার কথা সাধারণত মেনেই চলতেন তিনি।

আরো পড়ুন : “আহা কী আনন্দ…”, রাস্তার মাঝে মহিলা বাহিনীকে নিয়ে রুটি সেঁকলেন চন্দ্রিমা ভট্টাচার্য! ব্যাপারটা কী?

তাড়াহুড়োর মধ্যে হয় বিয়ে: তারপর আর কী! সিনিয়র বচ্চনের কথা মতোই হল কাজ। তড়িঘড়ি বসল অমিতাভ জয়ার বিয়ের আসর। তাঁদের লন্ডনে যাওয়ার কিছুদিন আগেই বিয়ে সারেন দুজনে। তারপরেই একসঙ্গে বন্ধুদের নিয়ে লন্ডন উড়ে যান তাঁরা। যদিও বলি পাড়ায় গুঞ্জন, বাবার কথায় জয়াকে তাড়াতাড়ি বিয়ে করলেও বিবাহিত অবস্থাতেই রেখার প্রেমে পড়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan)।

আরও পড়ুন : ১০-২০ হাজার নয়, বিদ্যুতের খরচ নাকি ১ লক্ষ! কঙ্গনার ‘বিল কাণ্ড’ নিয়ে জবাব বোর্ডের

রেখা অমিতাভের সম্পর্ক সর্বজনবিদিত হলেও কখনো আনুষ্ঠানিকভাবে এক হননি তাঁরা। নিজের সংসার শক্ত হাতে ধরে রেখেছিলেন জয়া। যদিও তাঁদের সম্পর্কের কথা কানে উঠেছিল জয়ারও। রেখার সঙ্গে নাম জড়ালেও একসঙ্গে ৫০ বছরেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন অমিতাভ জয়া। সুখে দুঃখে পরস্পরের পাশে থেকেছেন দুজনে। ইন্ডাস্ট্রিতে দুজনের মজবুত বন্ধনের নিদর্শনও দেওয়া হয়। এমনকি অমিতাভ একবার স্বীকার করেছিলেন, স্ত্রীকে নাকি সমঝেই চলেন তিনি। সবথেকে বেশি ভয়ও তিনি পান জয়াকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X