জয়া বা রেখা নন, এই অভিনেতার স্ত্রীকে জোরজবরদস্তি চুমু খেয়ে বিতর্কে জড়ান অমিতাভ! চাইতে হয় ক্ষমা

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেতাদের মধ্যে একজন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সত্তর পেরিয়েও এখনো কাজ করে চলেছেন তিনি ইন্ডাস্ট্রিতে। একসময়ের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ এখনো নিজের দাপট ধরে রেখেছেন ইন্ডাস্ট্রিতে। তবে বদলেছে চরিত্রের ধরণ। ভিন্ন ধরণের ছবি ছাড়া সাধারণত নায়ক নায়িকার বাবার চরিত্রেই দেখা যায় অমিতাভকে (Amitabh Bachchan)। তবে একসময় তাঁকে ঘিরে নায়িকাদের ক্রেজ ছিল দেখার মতো।

একাধিক বিতর্কে জড়িয়েছেন অমিতাভ (Amitabh Bachchan)

শুধু নায়িকারাই নন, অমিতাভ (Amitabh Bachchan) নিজেও ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন ‘ক্যাসানোভা’ হিসেবে। শুধুমাত্র রেখা নয়, আরো অনেক সুন্দরী অভিনেত্রীকেই নিজের চারপাশে রাখতেন বিগ বি। তবে এই হাবভাবের জন্য একবার বিপাকেও পড়েছিলেন তিনি। এক নায়িকার সঙ্গে ‘অসভ্যতা’ করার জন্য বিতর্কে জড়িয়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan)। ক্ষমাও চাইতে হয়েছিল তাঁকে।

Amitabh Bachchan forced kissed this actress

পরিবারের তরফে চাপা দেওয়া হয় বিতর্ক: ইন্ডাস্ট্রির সুপারস্টার হওয়ার দরুণ তরুণ বয়সে মহিলা মহলে বিপুল জনপ্রিয়তা ছিল অমিতাভের (Amitabh Bachchan)। শোনা যায়, এর মধ্যে নাকি খানিক বদনামও ছিল। তবে তাঁর অনেক ‘কীর্তি’ই ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে পরিবারের তরফে। একবার নাকি অভিনেত্রী অমৃতা সিং এর সঙ্গে জোরজবরদস্তি করে বিতর্কে জড়িয়েছিলেন বিগ বি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। তখনো অমৃতার সঙ্গে সাক্ষাৎ হয়নি সইফের। ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী।

আরো পড়ুন : প্রকাশ্যেই গোপন প্রেমের স্বীকৃতি! একটি সাক্ষর বিতর্কের ঝড় তুলেছিল উত্তম-সুচিত্রার পরিবারে

মেজাজ হারিয়ে কেলেঙ্কারি ঘটান অভিনেতা: একটি ছবিতে অমিতাভের (Amitabh Bachchan) বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা। একসঙ্গে কাজ করতে গিয়ে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা। কিন্তু গোল বাঁধে একটি পার্টিতে। ছবি শেষ হওয়ার পর মধ্যরাতে একটি পার্টিতে গিয়েছিলেন দুজনে। সেখানে অপর এক অভিনেতার সঙ্গে অমৃতাকে ঘনিষ্ঠ হয়ে নাচতে দেখেই ঈর্ষায় মেজাজ হারান অমিতাভ (Amitabh Bachchan)। অমৃতাকে জোর করে নিজের কাছে নিয়ে এসে তাঁর ঠোঁটে জোর করে চুমু খেয়েছিলেন বিগ বি!

আরো পড়ুন : শ্রীদেবীর সঙ্গে পরকীয়া বনির, বাবা মায়ের বিচ্ছেদে নষ্ট হয়েছিল শৈশব, বিষ্ফোরক অর্জুন

এই ঘটনা চাপা থাকেনি। পরদিনই মেকআপ আর্টিস্ট, এমনকি অভিনেতা অভিনেত্রীর গাড়ির ড্রাইভাররাও এ নিয়ে কানাঘুষো শুরু করে। শেষমেষ বচ্চন পরিবারের তরফেই নাকি তড়িঘড়ি ধামাচাপা দেওয়া হয় বিতর্ক। পরে অমৃতার কাছে ক্ষমাও চেয়েছিলেন অমিতাভ। তবে বিষয়টা নিয়ে বেশ গসিপ হয়েছিল সে সময়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর