সোনাদানা নয়, এই “সামান্য” উপহারেই খুশি, বিয়ের ৫১ বছর পরও জয়ার জন্য কী নিয়ে যান অমিতাভ?

বাংলাহান্ট ডেস্ক : চড়াই উতরাই পেরিয়ে দাম্পত্য জীবনের ৫১ বছর পার করে ফেলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন। তাঁদের বৈবাহিক জীবনে ঝড় আসলেও বলিউডে সফল জুটি হিসেবেই পরিচিত তাঁরা। শক্ত হাতে সংসার ধরে রেখেছিলেন জয়া। আজ এত বছর পরও তাই স্ত্রীর জন্য ভালোবেসে উপহার নিয়ে যান বিগ বি।

কেবিসিতে মজার প্রশ্নোত্তর অমিতাভের (Amitabh Bachchan)

কউন বনেগা ক্রোড়পতি শোতে মাঝে মাঝেই নিজেদের বৈবাহিক জীবন নিয়ে মুখ খুলতে দেখা যায় অমিতাভকে (Amitabh Bachchan)। সম্প্রতি কেবিসিতে এক প্রতিযোগীর একাধিক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। ওই প্রতিযোগী প্রশ্ন করেন, অমিতাভের (Amitabh Bachchan) বাড়ি এত বড়। যদি কখনো টিভির রিমোট হারিয়ে যায় তাহলে কোথায় আর কীভাবে খোঁজেন?

Amitabh Bachchan gives this gift to jaya

কী প্রশ্নের মুখোমুখি হন বিগ বি: উত্তরে অমিতাভ (Amitabh Bachchan) বলেন, সোজা টিভির সেট টপ বক্সের সামনে গিয়ে সেটাকে কন্ট্রোল করেন। ওই প্রতিযোগী ফের প্রশ্ন করেন, বাড়িতে রিমোট হারিয়ে গেলে অনেক সময় খুব অশান্তি হয়। অমিতাভের বাড়িতেও কি হয়? তবে অভিনেতা উত্তর দেন, তাঁদের বাড়িতে এসব হয় না। সোফায় দুটো কুশন আছে। ওর মধ্যে আড়াল হয়ে যায় রিমোট।

আরো পড়ুন : ঝুঁকির লগ্নিতে লোভনীয় রিটার্ন! ব্যাঙ্কের FD ছেড়ে মিউচুয়াল ফান্ড-শেয়ার বাজারেই আকৃষ্ট বিনিয়োগকারীরা

জয়াকে নিয়ে কী জানান অমিতাভ: প্রতিযোগী আবারও বলেন, তাঁর মা বাড়ি ফেরার সময় তাঁকে টুকিটাকি জিনিস নিয়ে আসতে বলেন। জয়াও কি অমিতাভকে (Amitabh Bachchan) এমন বলেন? অমিতাভ উত্তর দেন, জয়া বলেন নিজেকে নিয়ে খালি বাড়ি ফেরো। তবে এরপরেই বিগ বি জানান, জয়ার ফুলের মালা খুব পছন্দের। তাই রাস্তায় কোনো বাচ্চা ফুল বিক্রি করতে এলে তিনি কেনেন। কখনো স্ত্রীকে উপহার দেন, কখনো আবার গাড়িতে রেখে দেন। অমিতাভ (Amitabh Bachchan) এও জানান, জয়ার জুঁই ফুল বিশেষ পছন্দের।

আরো পড়ুন : বসে খেতে পারবেন ৫ বছর, অম্বানির বিয়েতে বিপুল টাকা পেয়েও “মুখ ভার” মিকার, কেন?

প্রসঙ্গত, ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ জয়া। বলিউডের অন্যতম বড় অনুষ্ঠান ছিল সেটা। তবে বিয়ের পরেও একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। সব ঝড় সামলে ৫১ বছর পরেও একসঙ্গে রয়েছেন অমিতাভ জয়া।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর