পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ‍্যোগী অমিতাভ, ১০টি বাসের ব‍্যবস্থা বিগ বির

বাংলাহান্ট ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের (migrant workers) বাড়ি পৌঁছাতে এবার কোমর বাঁধলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (amitabh bachchan)। ভিন রাজ‍্যে আটকে পড়া উত্তর প্রদেশের শ্রমিকদের বাড়ি ফেরাতে ১০ টি বাসের ব‍্যবস্থা করেছেন তিনি। সোনু সূদের পর এবার অমিতাভের মানবিক মুখ দেখে খুশি পরিযায়ী শ্রমিকরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তর প্রদেশের উদ্দেশে রওয়ানা হবে বাস গুলি। মুম্বইয়ের হাজি আলি থেকে ছাড়বে বাস। তবে এটাই প্রথম নয়, লকডাউনের শুরু থেকেই পরিযায়ী শ্রমিকদের জন‍্য কাজ করে চলেছে অমিতাভ বচ্চনের সংস্থা এবি কর্পোরেশন লিমিটেড।
হাজি আলি ট্রাস্ট ও পীর মাখদুম ট্রাস্টের সঙ্গে মিলিত ভাবে এই কাজ করে চলেছে তারা। প্রতিদিন ৪ হাজার ৫০০ প‍্যাকেট খাবার বিতরণ করে এই সংস্থা। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের খাবার ও জলের ব‍্যবস্থাও করে অমিতাভের সংস্থা।
এছাড়াও এখনও পর্যন্ত ১০ হাজার প‍্যাকেট রেশন, ২০ হাজার পিপিই কিট, স‍্যানিটাইজারের ব‍্যবস্থা করে দিয়েছেন অভিনেতা। তবে এই বিষয়ে কোনও দিনই তেমন প্রচার করেননি অমিতাভ।

Amitabh Bachchan Screen Gra 1539431172
অপরদিকে লকডাউনের মধ‍্যেই ১০টি বাস ভাড়া করে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ‍্যে ফেরার বন্দোবস্ত করে দিয়েছেন সোনু। মুম্বই থেকে কর্ণাটকে যাবেন ওই পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা।
১১ মে থেকে শুরু করে এখনও পর্যন্ত ২১টি বাসে করে ৭৫০ জন পরিযায়ী শ্রমিককে মুম্বই থেকে কর্ণাটক ও উত্তর প্রদেশ পাঠিয়েছেন তিনি। আরও ১০টি বাস বিহার ও উত্তর প্রদেশের জন‍্য রওয়ানা হয়ে গিয়েছে। অভিনেতা জানান, পশ্চিমবঙ্গ, অসম ও ঝাড়খন্ডের সরকারের থেকে অনুমতি মেলা এখনও বাকি আছে। আগামী ১০ দিনে একশোর বেশি বাস মুম্বই থেকে ছাড়বে। পুরো ব‍্যাপারটাই হচ্ছে সোশ‍্যাল ডিসট‍্যান্সিং মেনে। ৬০ জনের বসার বাসে ৩৫ জন শ্রমিক যাচ্ছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর