ইন্দোর থেকে মুম্বই, নিরাপত্তা বলয় ভেঙে সোজা অমিতাভের পায়ে! খুদে ভক্তের কাণ্ডে চোখে জল বিগ বি-র

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই তিনি আক্ষেপ করেছিলেন, আগের মতো আর ভিড় হয় না জলসার সামনে। ভক্তরা আসে বটে, তবে আগের সেই উদ্দীপনা আর নেই। এটা যে কতবড় ভুল ধারণা তার প্রমাণ রবিবারেই পেয়ে গেলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এক ছোট্ট ভক্তের ভালবাসা চোখে জল এনে দিল তাঁর।

মাস খানেক আগেই ৮০ ছুঁয়েছেন অমিতাভ। তবুও প্রতি রবিবার নিয়ম মেনে নিজের বাংলো জলসার সামনে ভিড় করে থাকা ভক্তদের দেখা দেন তিনি। মাঝে দু বছর করোনার জন‍্য এই নিয়মে ব‍্যাঘাত ঘটেছিল। কিন্তু এখন আবার প্রত‍্যেক সপ্তাহে বিগ বির দেখা পাচ্ছেন অনুরাগীরা। তবে গত রবিবার যে ঘটনা ঘটে তাতে চমকে গিয়েছেন অমিতাভও।

Amitabh Bachchan fan
এক ছোট্ট ছেলে জলসার সামনের কঠোর নিরাপত্তা বেষ্টনীর ফাঁক গলে সোজা অমিতাভের সামনে এসে পড়ে। একাধিক নিরাপত্তারক্ষী ছেলেটিকে আটকাতে গিয়েও ব‍্যর্থ হন। খুদে ভক্ত এক ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে অভিনেতার পায়ে। নিজের হাতে আঁকা অমিতাভের ছবি এবং বাবার লেখা একটি চিঠিও সঙ্গে নিয়ে এসেছিল সে। ছেলেটিকে আশীর্বাদ করে তার আঁকা ছবিতে সাক্ষর করে দেন অমিতাভ।

নিজের ব্লগে এই ঘটনার কথা জানিয়ে অভিনেতা লিখেছেন, ছেলেটি ইন্দোর থেকে এসেছিল শুধুমাত্র তাঁকে দেখার জন‍্য। ৪ বছর বয়সে ‘ডন’ দেখেই অমিতাভের ভক্ত হয়ে ওঠে সে। অভিনেতাকে সামনে দেখে ছোট ছেলেটিও চোখের জল ধরে রাখতে পারেনি। এসে সোজা অমিতাভের পায়ে পড়ে যায় খুদে।

তাকে সান্ত্বনা দিয়ে পা থেকে তুলে ছবিতে অটোগ্রাফ দিয়ে দেন অভিনেতা। বাবার লেখা চিঠিটিও পড়েন তিনি। ব্লগে অমিতাভ লিখেছেন, এত মানুষের ভালবাসা কখন কবে কীভাবে তাঁর প্রাপ‍্য হল তা তিনি জানেন না। কিন্তু একা থাকলে এই আবেগ, অনুভূতিগুলো তাঁকেও ভাসিয়ে নিয়ে যায়।

এর আগে অমিতাভ জানিয়েছিলেন, আগের থেকে মানুষের সংখ‍্যা কমে গিয়েছে। উৎসাহ অনেকটাই চাপা পড়ে গিয়েছে মোবাইল ক‍্যামেরায়। অমিতাভের কথায়, এটা একটা প্রমাণ যে সময় বদলাচ্ছে। কোনো কিছুই চিরন্তন নয়। অভিনেতা লেখেন, ভক্তদের সঙ্গে দেখা করাটা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনুরাগীদের সামনে আসার আগে নিজের জুতো খুলে রাখেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর