সিঙ্গেল মাদারের লড়াইকে কুর্ণিশ অমিতাভের, নিজেই দিলেন ৫ লাখ টাকা

অমিতাভ  বচ্চন (amitabh bacchan) সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতি (kaun banega crorepati) শোতে ১ লাখ ৩০ হাজার টাকার বেশি জিততে পারেন নি সিঙ্গেল মাদার স্বরূপা দেশপান্ডে। কিন্তু তার লড়াইয়ের কাহিনি শুনে তাকে অনুপ্রেরণা বলে উল্লেখ করে নিজের থেকেই ৫ লাখ টাকা দিলেন বিগ বি।

images 50 6

   

বরাবরের মতো এবারেও কৌন বনেগা ক্রোড়পতি শোতে উঠে আসছে নানান মানুষের জীবন সংগ্রামের কথা। তাদের মধ্যেই একজন নবী মুম্বইয়ের বাসিন্দা স্বরূপা দেশপান্ডে। হট সিটে ৯টি প্রশ্নের উত্তর দেন তিনি। তার মধ্যেই সমস্ত লাইফ লাইন ব্যাবহার করে ফেলায় ৩ লক্ষ ২০ হাজার টাকার প্রশ্নটিতে কোনো রকম সাহায্য পাননি তিনি। সেই প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় তাকে ফিরতে হয় ১ লাখ ৩০ হাজার টাকা নিয়েই।

কিন্তু তার লড়াইয়ের কাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন অমিতাভ। তিনি বলেন, স্বরুপা জীবনকে পরিচালনা করতে যা কিছু করছেন, তাতে তিনি মহিলাদের কাছে অনুপ্রেরণা। বিশেষ করে যে সমস্ত মহিলারা বিয়ের পর নিজেদের শুধুই বোঝা ভাবেন। বিভিন্ন অপমানের মুখোমুখি হয়েও সবকিছু মেনে নিতে বাধ্য হন, তাঁদের কাছে তিনি লড়াইয়ের অনুপ্রেরণা। স্বরুপার বড় মেয়ের জন্য তিনি নিজেই ৫ লাখ টাকা স্কলারশিপ দেন।

এর আগে কলকাতার রূনা সাহা কেবিসিতে ২৫ লাখ টাকা জিতেছেন৷ রুনা মুর্শিদাবাদের মেয়ে, কৃষ্ণনগরে তার শ্বশুরবাড়ি। বর্তমানে থাকেন কলকাতায়। ২০০০ সালে কেবিসি শুরু হওয়ার পর থেকেই তিনি এই মঞ্চে জেতার স্বপ্ন লালন করেছিলেন। আজ ২০ বছর সেই স্বপ্ন লালন করার পর অবশেষে তিনি জিতেছেন ২৫ লাখ। চাইলে ৫০ লাখ টাকাও জিততে পারতেন তিনি কিন্তু অযথা ঝুঁকি নিতে চান নি রুনা।

 

 

ad2

সম্পর্কিত খবর