একে একে সবাই চলে যাচ্ছে, প্রিয় বন্ধুর মৃত‍্যুতে ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন

বাংলাহান্ট ডেস্ক: একে একে ছেড়ে যাচ্ছে প্রিয়জনেরা। জীবনের মায়া কাটিয়ে পাড়ি দিচ্ছেন পরপারে। আর বারবার আঘাত সইছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। চোখের সামনে চলে যেতে দেখছেন ঘনিষ্ঠ বন্ধু, এককালের সহকর্মীদের। সোশ‍্যাল মিডিয়ায়, নিজের ব্লগে লেখার মাধ‍্যমে উজাড় করে দিচ্ছেন কষ্ট‍। এবার পরিচালক রাকেশ শর্মার প্রয়াণের খবরে মুষড়ে পড়লেন বিগ বি।

গত ১০ নভেম্ব‍র প্রয়াত হন মিস্টার নটবরলাল, খুন পসিনা, ইয়ারানার মতো ছবির পরিচালক রাকেশ শর্মা। ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন তিনি। শনিবার নিজের ব্লগে প্রাক্তন সহকর্মীর মৃত‍্যুতে গভীর শোকপ্রকাশ করতে দেখা যায় অমিতাভকে। মনের চাপা কষ্ট উঠে এসেছে তাঁর লেখায়।

Amitabh bachchan 2
তিনি লেখেন, ‘দিনটা কি বিষন্ন। আরো একজন সহকর্মী ছেড়ে চলে গেলেন আমাদের, বিশেষ করে আমাকে। রাকেশ শর্মা, ‘জঞ্জির’ ছবিতে প্রকাশ মেহরার প্রথম অ্যাসিস্ট‍্যান্ট ডিরেক্টর। তারপর পিএম এর অন‍্যান‍্য ছবির স্বাধীন পরিচালক। হেরা ফেরি, খুন পসিনা, মিস্টার নটবরলাল, ইয়ারানার মতো আরো ছবির একক পরিচালক। সেটে এবং অন‍্যান‍্য হোলি আর অন‍্য অনুষ্ঠানে এত ভাল বন্ধুত্ব। একে একে সবা চলে যায়।’

অমিতাভ আরো লেখেন, রাকেশের মতো কিছু মানুষ  এমন ছাপ ফেলে যান যা ভোলা বা মুছে ফেলা খুব কঠিন। প্রয়াত পরিচালকের ভূয়সী প্রশংসা করে তাঁর সঙ্গে কাটানো ছবির সেটের কিছু মজার মুহূর্তের স্মৃতিচারণ করেন বিগ বি। রাকেশ শর্মা খুবই নরম আর ভাল মনের মানুষ ছিলেন বলেও ব্লগে লেখেন অমিতাভ। কিন্তু তিনি জানান, রাকেশ শর্মার শেষকৃত‍্যে তিনি যেতে পারবেন না। কারণ নিথর মানুষটাকে তিনি দেখতে পারবেন না।

দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাটানোর পরে এই ৮০ বছর বয়সেও একটানা কাজ করে চলেছেন অমিতাভ। তাঁর সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা কেউ কেউ পরপারে, বাকিরা সকলেই অবসর নিয়েছেন। কিন্তু বিগ বি থামেননি। বিগ বি থামতে জানেন না।

এই বয়সেও তাঁর উদ‍্যম এবং কাজের প্রতি নিষ্ঠা দেখার মতো। কউন বনেগা ক্রোড়পতি সঞ্চালনার পাশাপাশি ছবির শুটিংও করছেন তিনি। সেই সঙ্গে নিয়মিত ব্লগও লেখেন অমিতাভ। নিজের ব‍্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনা, নিজের অনুভূতির কথা শেয়ার করেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর