বাবার টাকায় অধিকার নেই ছেলের, মুখের উপর অভিষেককে শুনিয়ে দিয়েছিলেন অমিতাভ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) নেপোটিজমের (nepotism) বলি চিরদিনই হতে হয়েছে অভিষেক বচ্চনকে (abhishek bachchan)। সে তিনি ছবি পান আর না পান, সুপারস্টার বাবা অমিতাভ বচ্চনের (amitabh bachchan) জন‍্যই যে তিনি ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন তাও বহুবার প্রত‍্যক্ষ ও পরোক্ষ ভাবে শুনতে হয়েছে জুনিয়র বচ্চনকে।

তবে এসব ব‍্যাপার তেমন গায়ে না মেখে বরাবর নিজের কাজের দিকেই মন দিয়েছেন অভিষেক। কীভাবে নিজের অভিনয় ক্ষমতা আরো ঘষেমেজে ক্ষুরধার করে তুলতে হয় সেই দিকেই মনোযোগ দিয়েছেন তিনি। এমনকি ট্রোলের প্রভাব যাতে নিজেদের ব‍্যক্তিগত সম্পর্কে না পড়ে সেদিকেও নজর রেখেছেন অভিষেক। কিন্তু তবুও একবার অমিতাভের কাছ থেকে তাঁকে শুনতে হয়েছিল বাবার টাকার উপর নাকি তাঁর কোনো অধিকার নেই।


একবার অমিতাভের সঙ্গে খেলতে ‘কউন বনেগা ক্রোড়পতি’তে এসেছিলেন অভিষেক। কিন্তু মজা করে নিজেদের মধ‍্যে ভূমিকা বদলে ফেলেন বাবা ছেলে। অভিষেক বসেন অমিতাভের জায়গায় আর বিগ বি বসেন হটসিটে। বাবার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, “আজ আমাদের সঙ্গে রয়েছেন মুম্বই থেকে আসা শ্রী অমিতাভ বচ্চন। ইনি একজন অভিনেতা এবং হিন্দি, ইংরেজি সহ বহু ভাষায় কাজ করেছেন। গান গাওয়ার ও কাজ করা খুব পছন্দ ওঁর। যদি এখান থেকে তিনি মোটা অঙ্কের টাকা জিতে নিয়ে যান তবে সেটা নিজের ছেলেকে দিয়ে দেবেন।”

https://youtu.be/pfeyxy7wVXg

অভিষেকের কথা শুনেই অমিতাভ প্রশ্ন করেন, “একথা কে বলেছে তোমায়?” অভিষেকের উত্তর, তিনিই তো শিখিয়েছিলেন যেটা তাঁর সেটাই ছেলেরও। কিন্তু বিগ বি স্পষ্ট জানিয়ে দেন, এখানে ওসব চলবে না। কেবিসি থেকে তিনি যাই জিতবেন সব তাঁর একার। বাবার কথা শুনে হতবাক জুনিয়র বচ্চন। আসলে গোটা ঘটনাটাই মজা করে করা হয়েছে। বলিউডে এই বাবা ছেলের জুটি বেশ জনপ্রিয়। কেবিসির মঞ্চেও দুজনের খুনসুটি বেশ উপভোগ করেছেন দর্শকরা।

সম্পর্কিত খবর

X