নাম না করে কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব‍্য অমিতাভের! নেটিজেনদের প্রশ্ন, এত ভয় কীসের?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গোটা দেশ ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর প্রশংসায় মুখর। বক্স অফিসেও ব‍্যাপারটা বেশ স্পষ্ট। এক সপ্তাহের মধ‍্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে এই ছবি। অথচ বলিউড যেন চোখে ঠুলি এ‌ঁটে বসে রয়েছে। হাতে গোনা কয়েকজন ছাড়া আর কারোর মুখেই এই ছবির নাম শোনা যায়নি। নেটিজেনদের দাবি, এবার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নাম না করে প্রশংসা করেছেন কাশ্মীর ফাইলসের। যদিও এর জন‍্য কম বিদ্রূপ সইতে হয়নি বিগ বিকে।

সম্প্রতি কোনো নাম না করে একটি টুইট করেন অমিতাভ। তিনি লেখেন, ‘এখন আমরা সেটা জানি, যেটা আগে কখনো জানতে পারিনি।’ টুইটে কোনো হ‍্যাশট‍্যাগও ব‍্যবহার করেননি অমিতাভ। তবুও নেটিজেনদের একাংশের দাবি, বলিউড শেহেনশার টুইটটি দ‍্য কাশ্মীর ফাইলসকে উদ্দেশ‍্য করেই।


সেই ধারনার উপরে ভিত্তি করেই অমিতাভকে পালটা উতর দিয়েছেন নেটিজেনরা। একজনের কটাক্ষ মেশানো প্রশ্ন, ‘তবুও স্পষ্ট করে বলার সাহস হল না?’  আরেকজনের বক্তব‍্য, অন্তত দ‍্য কাশ্মীর ফাইলস হ‍্যাশট‍্যাগটি ব‍্যবহার করতে পারতেন বিগ বি। এত ভয় কীসের তাঁর?

সম্প্রতি দ‍্য কাশ্মীর ফাইলস এর ব‍্যাপারে বলিউডের নিস্তব্ধতা নিয়ে মুখ খোলেন কাশ্মীর ফাইলস ছবির দুই মূল কাণ্ডারী বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) এবং অনুপম খের (Anupam Kher)। বেশিরভাগ ভাল ছবিকেই বাহবা দিতে দেখা যায় বলিউড তারকাদের‌। অথচ এবারেই এমন ‘নির্লজ্জ’ স্তব্ধতা!

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্পষ্ট বক্তব‍্য, এতে কিছুই যায় আসে না। দেশ বদলাচ্ছে। পুরনো জবরদস্তি চাপিয়ে দেওয়া নির্দেশগুলো এখন ভেঙে গুঁড়িয়ে পড়ছে। ছবিতেও সেটাই তুলে ধরা হয়েছে। পরিচালক বলেন, “দ‍্য কাশ্মীর ফাইলস সত‍্যি ঘটনা তুলে ধরে। বাস্তবের মানুষ এবং তাদের করুণ পরিণতির কথা বলে। এটা বলিউডের ব‍্যাপারে নয়।”

ছবিতে অনুপম খের একজন কাশ্মীরি পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছেন যার পরিবার প্রত‍্যক্ষ ভাবে ওই নির্মমতার শিকার ছিল। তাঁর কথাতেও একই সুর, “এটা বলিউডের ব‍্যাপারে নয়, বরং বাস্তব ঘটনার ব‍্যাপারে। কেউ কিছু বলল কী না বলল তাতে কিছুই যায় আসে না।”

উল্লেখ‍্য, এখনো পর্যন্ত বলিউড থেকে কাশ্মীর ফাইলস নিয়ে যে যে তারকা মুখ খুলেছেন তাদের মধ‍্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, মধুর ভাণ্ডারকর, ইয়ামি গৌতম। আমির খান জানিয়েছেন, তিনি ছবিটি দেখেননি। অন‍্যদিকে স্বরা ভাস্কর কটাক্ষ করতে গিয়ে নিজেই ট্রোল হয়েছেন।

সম্পর্কিত খবর

X