রান্নার র-ও জানেন না, ডিম ফাটানো শিখতে সাত দিন লাগিয়ে দিয়েছিলেন অমিতাভ!

বাংলাহান্ট ডেস্ক: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ভারতীয় সিনেমার মেগাস্টার। সব ধরণের চরিত্রে নিজের ক্ষুরধার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। আশিতে পা দিয়েই থামার নাম করছেন না বিগ বি। কিন্তু একটি ক্ষেত্রেই তিনি একেবারে আনাড়ি। আর সেটা হল রান্না। এদিকে একেবারেই শিক্ষানবিশ পর্যায়ে রয়েছেন অমিতাভ।

কথায় বলে, রন্ধন একটা শিল্প। আর সেই শিল্পে অমিতাভ বচ্চন হলেন একেবারেই কাঁচা, তা স্বীকার করতে তাঁর বিন্দুমাত্র লজ্জা নেই। পারতপক্ষে তিনি রান্নাঘরে ঢোকেন না। আর ঢুকলেও শুধু জল গরম ছাড়া আর কিছুই করতে পারেন না বিগ বি।

Amitabh bachchan pet
সম্প্রতি কউন বনেগা ক্রোড়পতির অতিথি হয়ে এসেছিলেন কিয়ারা আডবানী এবং ভিকি কৌশল। অমিতাভ তাঁদের জিজ্ঞাসা করেন, তাঁরা রাঁধতে পারেন কিনা। উত্তরে কিয়ারা বলেন, তিনি মাঝেমধ‍্যে রাঁধেন। অন‍্যদিকে ভিকি বলেন, তিনি শুধুই চা করতে পারেন।

শুনেই মহাখুশি অমিতাভ। বলেই দিলেন, তাঁর আর ভিকির পরিস্থিতি একেবারে এক। ভিকি তো তাও চা বানাতে পারেন। তিনি তাও পারেন না। শুধু জল গরম করতেই পারেন। একবার বিদেশে গিয়ে একা থাকতে হয়েছিল অমিতাভকে। তখন ডিম ভাঙতে গিয়ে নাজেহাল হয়েছিলেন তিনি। সাত দিন লেগে গিয়েছিল ঠিক করে একটা ডিম ফাটাতে।

প্রসঙ্গত, মাস খানেক আগেই ৮০ ছুঁয়েছেন অমিতাভ। তবুও প্রতি রবিবার নিয়ম মেনে নিজের বাংলো জলসার সামনে ভিড় করে থাকা ভক্তদের দেখা দেন তিনি। মাঝে দু বছর করোনার জন‍্য এই নিয়মে ব‍্যাঘাত ঘটেছিল। কিন্তু এখন আবার প্রত‍্যেক সপ্তাহে বিগ বির দেখা পাচ্ছেন অনুরাগীরা।

এর আগে অমিতাভ জানিয়েছিলেন, আগের থেকে মানুষের সংখ‍্যা কমে গিয়েছে। উৎসাহ অনেকটাই চাপা পড়ে গিয়েছে মোবাইল ক‍্যামেরায়। অমিতাভের কথায়, এটা একটা প্রমাণ যে সময় বদলাচ্ছে। কোনো কিছুই চিরন্তন নয়। অভিনেতা লেখেন, ভক্তদের সঙ্গে দেখা করাটা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনুরাগীদের সামনে আসার আগে নিজের জুতো খুলে রাখেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর