বাইরেই যত হম্বিতম্বি, স্বামীর কাছে জব্দ, এই সামান্য কথার জন্য জয়াকে সবার সামনে ধমকেছিলেন অমিতাভ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan)। এতটাই আইকনিক তাঁদের জুটি যে বাস্তবেও উদাহরণ দেওয়া হয়। শুধু দুজনের উচ্চতাতেই ফারাক নেই, স্বভাবেও রয়েছে বিস্তর পার্থক্য। অমিতাভ যতটা শান্ত স্বভাবের, স্ত্রী জয়ার ততটাই উগ্র মেজাজ। কিন্তু যে জয়া সবাইকে ধমকে চমকে বেড়ান তিনিই একবার সর্ব সম্মুখে বকা খেয়েছিলেন স্বামীর কাছে।

পাপারাৎজির প্রতি জয়ার রুক্ষ ব্যবহার সকলেরই জানা। সবসময়ই যেন মেজাজ সপ্তমে চড়ে থাকে তাঁর। অন্যদিকে অমিতাভ ধীরস্থির, ব্যক্তিত্বসম্পন্ন। রাগতে দেখাই যায় না প্রায় তাঁকে। সকলের সঙ্গেই ভদ্রতা বজায় রেখে কথা বলেন তিনি। কিন্তু একবার তিনিও মেজাজ হারিয়ে বসেছিলেন। সেই রাগ গিয়ে পড়েছিল জয়ার উপরে। ঠিক কী হয়েছিল?

Amitabh bachchan scolded jaya bachchan

এ ঘটনা বেশ কয়েক বছর আগেকার। সাংবাদিক করণ থাপারের বই থেকে জানা যায়, সেবার অমিতাভ সবেমাত্র ৫০-এ পা দিয়েছেন। সেই উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বহু প্রশ্নের উত্তর দিয়েছিলেন বিগ বি। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অনেক প্রশ্ন করা হয়েছিল তাঁকে। এমনকি উঠে এসেছিল রেখার প্রসঙ্গও।

সংবাদ মাধ্যমের সামনে নিজের স্বভাব মতোই ভদ্র ভাবে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছিলেন অমিতাভ। কিন্তু তাঁর মনে মনে যে ক্ষোভ জমেছিল তা বোঝা গিয়েছিল পর মুহূর্তেই। জন্মদিন উপলক্ষে অমিতাভের জন্য বিশেষ লাঞ্চের আয়োজন করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে। জয়ার সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি।

খাওয়ার সময়ে জয়া জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি ভাত পরিবেশন করবেন? উত্তরে এক রকম ঝাঁঝিয়ে উঠেই অমিতাভ জবাব দিয়েছিলেন, তিনি যে ভাত খান না তা তো জয়া জানেন। তবুও কেন জিজ্ঞাসা করছেন? সাংবাদিকদের উপরে রাগটা যে স্ত্রীর উপরে বেরিয়েছিল তা বেশ বোঝা গিয়েছিল সেদিন।

সম্পর্কিত খবর

X