চুক্তি বাতিলের পরেও দিব‍্যি চলছে বিজ্ঞাপন, পানমশলার সংস্থাকে আইনি নোটিস ক্ষুব্ধ অমিতাভের

বাংলাহান্ট ডেস্ক: নিজের জন্মদিনেই পানমশলা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন অমিতাভ বচ্চন (amitabh bachchan)। সোশ‍্যাল মিডিয়ায় সমালোচিত হওয়ার পরেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু চুক্তি বাতিল করার পরেও সংস্থার তরফে বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কোনো চেষ্টাই দেখা যায়নি। এরপরেই ক্ষুব্ধ অমিতাভ আইনি নোটিস পাঠান সংস্থাকে।

নিজের ৭৯ তম জন্মদিনের দিনই চুক্তি বাতিল করে বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার আর্জি জানান বিগ বি। কিন্তু তারপরেও বহাল তবিয়তে তাঁর বিজ্ঞাপন চলছে দেখে ক্ষুব্ধ অমিতাভ। আইনজীবীদের পরামর্শ মেনেই আইনি নোটিস পাঠিয়েছেন তিনি সংশ্লিষ্ট সংস্থাকে। তবে এখনো কোনো উত্তর মেলেনি ওই তরফে।

Amitabh Bachchan Agneepath Stills Photo
অমিতাভের জন্মদিনে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, কিছুদিন আগে বিজ্ঞাপনটি সম্প্রচার হওয়ার পরে ব্র‍্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন অমিতাভ। ওই পান মশলা ব্র‍্যান্ডের সঙ্গে সমস্ত চুক্তি ভেঙে ফেলেন তিনি। অমিতাভ সাফাই দিয়েছেন যখন তিনি ব্র‍্যান্ডটির সঙ্গে যুক্ত হন তখন তিনি জানতেন না এই ধরনের বিজ্ঞাপন সারোগেট অ্যাডভারটাইজিংয়ের মধ‍্যে পড়ে। বিষয়টা জানতে পেরেই ব্র‍্যান্ডের সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছেন অমিতাভ এবং প্রচারের জন‍্য পাওয়া অর্থও ফিরিয়ে দিয়েছিলেন বিগ বি।

ঘটনার সূত্রপাত হয় সোশ‍্যাল মিডিয়ায়। ফেসবুকে একজন অনুরাগী খুবই ভদ্র এবং নম্র ভাবে অমিতাভকে প্রশ্ন করেন, ‘আপনি পান মশলারর বিজ্ঞাপন কেন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন‍্যদের মধ‍্যে পার্থক‍্য কী রইল?’

AMITABHBACHCHAN
উত্তরে বিগ বি লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। কোনো ব‍্যবসাতেই যদি কারোর ভাল হয় তাহলে এটা ভাবা উচিত নয় যে আমরা কেন এর সঙ্গে যুক্ত হচ্ছি। হ‍্যাঁ, ব‍্যবসাতে নিজের ব‍্যবসার দিকটাও দেখতে হয় বইকি। এবার আপনার মনে হচ্ছে এটা আমার করা উচিত না। কিন্তু এটা করতে তো আমি টাকা পাচ্ছি। তাছাড়া আমার উদ‍্যোগে তো আরো মানুষও কাজ করতে পারছে।’ এই মন্তব‍্যের সমালোচনা শুরু হতেই চুক্তি বাতিল করেন অমিতাভ।

Niranjana Nag

সম্পর্কিত খবর