আলিয়ার উপরে ক্ষেপে জনতা, ‘ব্রহ্মাস্ত্র’ সঙ্কটে দেখে মুখ খুললেন অমিতাভ! বয়কট ট্রেন্ড নিয়ে বিষ্ফোরক মন্তব‍্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বয়কট সংষ্কৃতিতে (Boycott Trend) শুধু সুপারস্টার বা প্রথম সারির বলিউড অভিনেতারাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তুলনামূলক কম জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও। এই বয়কট ট্রেন্ড এক সারিতে এনে ফেলেছে আমির খান, অক্ষয় কুমার, তাপসী পন্নু, অর্জুন কাপুরদের। অনেক তারকাই এ বিষয়ে সরাসরি মুখ খুলে নেটনাগরিকদের বিরাগভাজন হচ্ছেন। তাই এবার পরোক্ষে নিজের মতামত ব‍্যক্ত করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে বয়োজ‍্যেষ্ঠ এবং অভিজ্ঞতা সম্পন্ন অভিনেতাদের মধ‍্যে একজন অমিতাভ। বহু চড়াই উতরাইয়ের মধ‍্যে দিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার। ৮০- র দোরগোড়ায় দাঁড়িয়েও এখনো সমানে কাজ করে চলেছেন তিনি। কিন্তু এই বয়সে এসে বয়কটের মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বাতিল করার ডাক দিয়েছেন নেটনাগরিকদের একাংশ।


সম্প্রতি অমিতাভের একটি টুইট দেখে অনেকেই মনে করছেন বয়কট সংষ্কৃতিকেই কটাক্ষ করেছেন তিনি। টুইটে বিগ বি লিখেছেন, ‘কিছু কথা বলতে ইচ্ছা করছে। কিন্তু বলতে চাইলেও বলব কীভাবে? সব কথাই তো আজকাল ইস‍্যু হয়ে দাঁড়াচ্ছে।’

টুইটের পর অনেকেই পাশে দাঁড়িয়েছেন অমিতাভের। ব্রহ্মাস্ত্র বয়কটের ব‍্যাপারে বিগ বির ভক্তরা আশ্বাস দিয়েছেন তাঁর সঙ্গে রয়েছেন তারা। অনেকে অমিতাভের সঙ্গে সহমতও হয়েছেন এ বিষয়ে। যদিও টুইটের ব‍্যাপারে স্পষ্ট করে কোনো মন্তব‍্য করেননি অমিতাভ।

প্রসঙ্গত, একাধিক তত্ত্ব খাড়া করে ব্রহ্মাস্ত্র বয়কট করার ডাক উঠেছে। নেটনাগরিকদের অভিযোগ, রণবীর আমিরের এক সময়কার সহ অভিনেতা ছিলেন। ‘পিকে’ ছবিতে খুব কম সময়ের জন‍্য হলেও একটি ক‍্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। পিকে ছবির বিষয়বস্তুর জন‍্যও আমিরের উপরে ক্ষোভ রয়েছে দর্শকদের একাংশের। ছবিতে হিন্দু দেবদেবীদের অপমানের অভিযোগ তোলা হয়েছিল।

এছাড়াও ‘ইয়ে জওয়ানি হ‍্যায় দিওয়ানি’ ছবির কিছু সংলাপ নিয়েও আপত্তি তুলেছেন নেটনাগরিকরা। কউন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন একবার ঘোমটা নিয়ে মন্তব‍্য করেছিলেন যা ভালভাবে নেননি অনেকেই। সম্প্রতি আলিয়া ভাটের মন্তব‍্য নিয়েও শোরগোল শুরু হয়েছে। ‘পছন্দ না হলে দেখতে হবে না সিনেমা’, এমনি মন্তব‍্য করে ব্রহ্মাস্ত্রর বিপদ বাড়িয়েছেন রণবীর ঘরনী।

সম্পর্কিত খবর

X