যোগীর মুম্বই আসার প্রভাব? গোমাতাকে জড়িয়ে ছবি শেয়ার করতেই কটাক্ষ জুটল অমিতাভের

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের যেসব তারকারা সোশ‍্যাল মিডিয়ায় অত‍্যন্ত সক্রিয় থাকেন, তাদের মধ‍্যে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাম তালিকার উপর দিকেই থাকবে। বয়স আশি ছুঁয়ে ফেললেও নিয়মিত সোশ‍্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করেন তিনি। ব‍্যক্তিগত জীবন নিয়ে ব্লগও লেখেন। শনিবার রাতে গোমাতার সঙ্গে ছবি শেয়ার করলেন বিগ বি।

সপ্তাহান্তে অমিতাভের সোশ‍্যাল মিডিয়ায় নজর কেড়ে নিল একটি ছবি। নিজের নতুন বন্ধুর সঙ্গে পোজ দিয়েছেন তিনি। ক‍্যাপশনে প্রবীণ অভিনেতা লিখেছেন, ‘গোমাতার অপার ভালবাসা। ওঁর স্নেহ পেয়ে আমি ধন‍্য। এক অদ্ভূত পরিচয়।’ সঙ্গে গোরুটির পরিচয় দিয়ে অমিতাভ জানিয়েছেন, তার নাম রানি। বন্ধু অবিনাশের ফার্মে গিয়েছিলেন অমিতাভ। সেখানেই পরিচয় রানির সঙ্গে।

Amitabh Bachchan
অভিনেতা লিখেছেন, অতিথিদের সঙ্গে খুব ভাল ব‍্যবহার করে রানি। শান্ত হয়ে অমিতাভের কথাও শুনেছে সে। অমিতাভের ছবিতে লাইক কমেন্টের বন‍্যা। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ কেউ অবাক এমন ছবি দেখে। একজন কটাক্ষ করেছেন, যোগী আদিত‍্যনাথ মুম্বই গিয়েছিলেন। এটা কি তারই প্রভাব?

https://www.instagram.com/p/CnH9xLZhWS6/?igshid=YmMyMTA2M2Y=

উল্লেখ‍্য, কিছুদিন আগেই শেষ হয়েছে ‘কউন বনেগা ক্রোড়পতি’। এই শো তেও প্রতিযোগীদের সঙ্গে ব‍্যক্তিগত জীবন, পুরনো স্মৃতি নিয়ে অনেক কিছু শেয়ার করতেন অমিতাভ। একটি পর্বে অভিনেতা স্বীকার করেছিলেন, তিনি রান্নার র-ও জানেন না। শুধু জল গরম করতেই পারেন। একবার বিদেশে গিয়ে একা থাকতে হয়েছিল অমিতাভকে। তখন ডিম ভাঙতে গিয়ে নাজেহাল হয়েছিলেন তিনি। সাত দিন লেগে গিয়েছিল ঠিক করে একটা ডিম ফাটাতে।

প্রসঙ্গত, ৮০ ছুঁয়ে ফেললেও প্রতি রবিবার নিয়ম মেনে নিজের বাংলো জলসার সামনে ভিড় করে থাকা ভক্তদের দেখা দেন অমিতাভ। মাঝে দু বছর করোনার জন‍্য এই নিয়মে ব‍্যাঘাত ঘটেছিল। কিন্তু এখন আবার প্রত‍্যেক সপ্তাহে বিগ বির দেখা পাচ্ছেন অনুরাগীরা।

এর আগে অমিতাভ জানিয়েছিলেন, আগের থেকে মানুষের সংখ‍্যা কমে গিয়েছে। উৎসাহ অনেকটাই চাপা পড়ে গিয়েছে মোবাইল ক‍্যামেরায়। অমিতাভের কথায়, এটা একটা প্রমাণ যে সময় বদলাচ্ছে। কোনো কিছুই চিরন্তন নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর