বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বর্ষীয়ান অভিনেতাদের তালিকায় প্রথম দিকেই থাকবে অমিতাভ বচ্চনের (amitabh bachchan) নাম। দীর্ঘদিন হয়ে গিয়েছে তিনি প্রবেশ করেছেন অভিনয় জগতে। আট থেকে আশি তাঁর ভক্ত তালিকায় রয়েছে সকলেই। তবে সেই প্রথম থেকেই একটি প্রথা এখনও মেনে আসছেন অমিতাভ। এতদিন পর্যন্ত তার নড়চড় হয়নি। আর তা হল প্রতি রবিবার তাঁর বাড়ির সামনে অনুরাগীদের সঙ্গে দেখা করা। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য তা বন্ধ রয়েছে। তাই বিষয়টা অনলাইনে নিয়ে এসেছেন অভিনেতা।
এখন সোশ্যাল মিডিয়াতেই অনুরাগীদের সঙ্গে সংযোগ বজায় রেখে চলেছেন অমিতাভ। ইনস্টাতে তাঁর পোস্টে সব কমেন্টেরই যথাসাধ্য উত্তর দিচ্ছেন তিনি। অবশ্য আগে থেকেই সোশ্যাল মিডিমায় বেশ সক্রিয় থাকেন বিগ বি। নিজের লেখা তো বটেই অন্য নানা পোস্টও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে।
তবে এবার এই সোশ্যাল মিডিয়া পোস্টের কারনেই বিতর্কে জড়িয়েছেন বিগ বি। তাঁর একটি পুরোনো টুইট আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটে তিনি লিখেছেন, ‘ব্রা যদি সিঙ্গুলার হয় তাহলে প্যান্টি কেন প্লুরাল?’
T26 -In the English language, why is 'bra' singular and 'panties' plural …
— Amitabh Bachchan (@SrBachchan) June 12, 2010
দশ বছর পুরোনো এই টুইটের জন্যই সমালোচনার মুখে পড়তে হয়েছে অমিতাভকে। তাঁর মতো একজন বর্ষীয়ান অভিনেতা এমন প্রসঙ্গ কিভাবে তুলতে পারেন এই প্রশ্নও উঠেছে। কিন্তু পুরোনো টুইট নিয়ে ফের আলোচনা শুরু হওয়ায় মুখ খুলতে দেখা যায়নি অভিনেতাকে।