২৮০০ কোটির সম্পত্তি । পক্ষপাতিত্ব না করে সমান ভাগে ছেলে মেয়ে র মধ্যে ভাগ করবেন বিগ বি।

 

বাংলা হান্ট ডেস্ক:  ২৮০০ কোটির সম্পত্তি। বিগ বি এর এই বিশাল সম্পত্তি নিজের  ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতার মধ্যে সমানভাগে ভাগ করে দিতে চান বলিউডের শ্যাহেনশাহ।ছেলে আর মেয়ের মধ্যে বিভেদ করার চিরকাল ই বিরুদ্ধে বিগ বি। তাই সম্পত্তি ভাগ করার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করবেন না। যা ভাগ হওয়ার সমান হবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাই বললেন অমিতাভ।

IMG 20190828 211350

বিগ বি  ছেলে অভিষেকের পাশাপাশি শ্বেতার মতো মেয়ে পেয়ে তিনি গর্বিত, এবং এই কথা বহুবার জন সমক্ষে স্বীকার করেছেন অমিতাভ।  ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ বছন আগেও বহুবার বলেছেন যে তার অনুপস্থিতিতে তার সম্পত্তি ভাগের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব হবেনা। সম্প্রতি একটি অনুষ্ঠানে অমিতাভের উইলের বিষয়ে প্রশ্ন করা হলে ফের একবার অভিনেতা জানান, তাঁর সম্পত্তি তাঁর দুই ছেলে-মেয়ের মধ্যে সমানভাবে ভাগ হবে। এক্ষেত্রেও ছেলে বলে কোনো বিশেষ কিছুই পাবেন না অভিষেক।

IMG 20190828 211356

বহুবার লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বহুবার সোচ্চার হয়েছেন অমিতাভ।মেয়েকে নিয়ে নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বহুবার নানান পোস্ট করেছেন তিনি।কিছুদিন আগে দুই নাতনি নভ্যা ও আরাধ্যাকে উদ্দেশ্য করে বিগ বি লিখেছিলেন, ”মানুষ কীভাবে বিচার করছে তার উপর ভিত্তি করে বেঁচো না। নিজের পছন্দ, ইচ্ছার উপর ভিত্তি করেই বেঁচো। কাউকে এটা বিশ্বাস করতে দিয়ো না তোমার চরিত্র তোমার স্কার্টের ঝুল উপর নির্ভর করে। কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত, সেটা নিজেই ঠিক করতে হবে অন্যকেউ ঠিক করে দেবে না। কোনও কারণ কাউকে বিয়ের সিদ্ধান্ত নিও না, যাকে বিয়ে করতে চাও তাকেই বিয়ে করো। ”  কখনও মেয়েকে নিজের নয়নের মনি বলেও বর্ণনা করেছেন। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের হয়েও প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। নিজের দুই নাতনি নিয়েও যে তিনি গর্বিত তাও তিনি বুঝিয়ে দিয়েছেন বহুবার।বহুবার।

সম্পর্কিত খবর