বাংলাহান্ট ডেস্ক: নয় নয় করে ৭৭টি বসন্ত পেরিয়ে এসেছেন। অভিনয় জগতে তাঁর পদার্পণেরও অর্ধশতক পেরিয়ে গিয়েছে। তাও তাঁকে দেখে কে বলবে? চোখের কোণে একটু বলিরোখা ছাড়া বয়সের ছাপ পড়তে দেননি শরীরে। ছ’ফুটের উপর লম্বা শরীরটাকে কব্জা করতে পারেনি বার্ধক্য। কিন্তু এতদিন সযত্নে রক্ষা করে এলেও আর তা সম্ভব নয়। তাঁর শরীর সংকেত দিচ্ছে, এবার অবসর গ্রহণ করা দরকার। এমনটাই জানালেন অমিতাভ বচ্চন।
বেশ কিছুদিন আগেই লিভারের সমস্যা নিয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা। আইসিইউতে তাঁকে রাখা না হলেও যথেষ্ট সতর্কতার সঙ্গে অমিতাভের চিকিৎসা করা হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। টানা তিন দিন হাসপাতালে থাকার পর ছাড়া পান তিনি। এর আগেই বিগ বি জানিয়েছিলেন তাঁর লিভারের আর মাত্র ২৫ শতাংশই ভাল রয়েছে। অতীতের এক দুর্ঘটনার ফল এটা। হাসপাতালে থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন অমিতাভ। জানান, চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছেন গান শোনার ও ফুটবল খেলা দেখার। সম্প্রতি নিজের ব্লগে তিনি লেখেন, শরীর ইঙ্গিত দিচ্ছে। এবার অবসর গ্রহণ করা উচিত।
তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং শুরু করে দেন বিগ বি। শ্যুটিংয়ের কাজেই এই মুহূর্তে মানালিতে রয়েছেন তিনি। এর মাঝেই ২৬ নভেম্বর ২৬/১১-এর মুম্বই হামলার শহীদদের সম্মান জানানোর জন্য গেটওয়ে অফ ইন্ডিয়াতে আয়েজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হন অমিতাভ। শুধু তাই নয়, তাঁর বাবা কবি হরিবংশ রাই বচ্চনের ১১২ তম জন্মদিন উপলক্ষে মাঝরাত পর্যন্ত জেগে থেকে তাঁকে স্মরণ করেন অভিনেতা।
প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এছাড়াও সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’ ছবিতেও আয়ুস্মান খুরানার সঙ্গে দেখা যাবে তাঁকে।