এক ঘুষিতে অজ্ঞান, অমিতাভকে প্রায় কোমায় পাঠিয়ে দিয়েছিলেন বছর ২১-এর এই অভিনেতা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ‘কুলি’ ছবির কথা মনে আছে নিশ্চয়ই? সেই ছবির পরেই যেন ‘নবজন্ম’ হয়েছিল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। অভিনেতা নিজেই সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর একরকম পুনর্জন্ম হয়েছিল ওই ছবির দুর্ঘটনার পর। শোনা যায়, হাসপাতালে চিকিৎসকরাও নাকি এক মুহূর্তের জন্য তাঁকে মৃত মনে করেছিলেন। কিন্তু কীভাবে ঘটে এমন দুর্ঘটনা?

এই অভিনেতার জন্য মৃত্যুমুখে পতিত হন অমিতাভ (Amitabh Bachchan)

এর নেপথ্যে অবশ্য ছিলেন একজন অভিনেতা। কুলি ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর এক ঘুষিতেই নাকি প্রায় কোমায় চলে গিয়েছিলেন বিগ বি (Amitabh Bachchan)! অভিনেতা ওই পরিস্থিতি থেকে কোনো রকমে বেঁচে ফিরলেও তাঁর বিপরীতের খলনায়কের জীবন কার্যত বদলে গিয়েছিল তারপর থেকে। দীর্ঘদিন কোনো কাজ পাননি তিনি। কথা হচ্ছে অভিনেতা পুনীত ইসার এর ব্যাপারে।

Amitabh Bachchan was almost in coma for this actor

কী ঘটেছিল ঘটনাটা: কুলিতে কাজ করার সময় পুনীতের বয়স ছিল মাত্র ২১ বছর। ওই বয়সেই অবশ্য অভিনয়ের বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছিলেন তিনি। কুলির ওই দৃশ্যে চরিত্রের প্রয়োজনেই তিনি ঘুষি মেরেছিলেন অমিতাভকে (Amitabh Bachchan)। শক্তিশালী পুনীত এতটাই চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলেন যে বুঝতে পারেননি ঘুষির জোর বেশি হয়ে গিয়েছে। ওই এক ঘুষিতেই টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান অমিতাভ।

আরো পড়ুন : বদ্রীনাথের পাশেই ‘উর্বশী মন্দির’, তাঁর ছবিতে পরানো হয় মালা! বিতর্ক হতেই ‘হুঁশিয়ারি’ অভিনেত্রীর

জীবন বদলে যায় অভিনেতার: দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিগ বিকে। অস্ত্রোপচার করা হয় তাঁর। সে সময়ে কয়েক মুহূর্তের জন্য চিকিৎসকরা ভেবেছিলেন, অমিতাভের হয়তো মৃত্যুই হয়েছে। তবে সে যাত্রা প্রায় কোমা থেকে ফিরে এসেছিলেন অমিতাভ (Amitabh Bachchan)। এদিকে ততক্ষণে তাঁর দুর্ঘটনার খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে। আর এর জেরেই বড়সড় প্রভাব পড়েছিল পুনীতের কেরিয়ারে। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছি, মানুষ তাঁকে ভয় পেতে শুরু করেছিল।

আরো পড়ুন : এক ধাক্কায় একগুচ্ছ সিনেমা ছাঁটাই নেটফ্লিক্সের! সময় থাকতে দেখে নিন প্রিয় ছবি

দীর্ঘ ছয় বছর কোনো কাজ ছিল না পুনীতের হাতে। তারপর যখন কাজ পেলেন তখন শুধুই খল, মারকুটে ধরণের চরিত্র পেতে শুরু করেন তিনি। পরবর্তীতে বি আর চোপড়ার ‘মহাভারত’এও দুর্যোধনের চরিত্রে অভিনয় করেছিলেন পুনীত। ওই চরিত্রে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছিলেন পুনীত।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X