সমৃদ্ধি আনে ৪ কোটি টাকার এই ষাঁড়ের ছবি, অমিতাভের বাড়ির এই ছবি দিয়ে কিনতে পারেন ৮ কেজি সোনার গয়না

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের শক্ত খুঁটিসম অমিতাভ বচ্চন (amitabh bachchan)। সর্বাধিক ধনী তারকাদের মধ‍্যেও অন‍্যতম তিনি। মুম্বইয়ের জুহুর মতো জায়গায় দু দুটি বড় বাংলো রয়েছে অমিতাভের। তার মধ‍্যে ‘জলসা’তে সপরিবারে থাকেন বিগ বি। মহামূল‍্যবান সামগ্রী দিয়ে সাজানো অমিতাভের জলসা। তার মধ‍্যে একটির সঙ্গে সদ‍্য পরিচয় হয়েছে নেটনাগরিকদের।

সেটি হল একটি ষাঁড়ের ছবি (bull painting)। দিওয়ালির দিন সপরিবারে এই দেওয়াল জোড়া ছবির সামনে বসে লেন্সবন্দি হয়েছিলেন অমিতাভ জয়া। ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য, আরাধ‍্যা, শ্বেতা বচ্চন নন্দা, তাঁর দুই ছেলে মেয়েও। তাঁদের পেছনেই দেওয়ালে টাঙানো ছিল একটি বড়সড় ষাঁড়ের ছবি।


ভাবছেন একটি মামুলি ষাঁড়ের ছবি নিয়ে এত কথা কেন? কিন্তু এই ‘মামুলি’ ছবির দাম শুনলেই চোখ কপালে উঠতে বাধ‍্য হবে। দেশের অন‍্যতম শ্রেষ্ঠ মডার্ন পেইন্টার মনজিৎ বাওয়ার আঁকা এই ছবি। জগৎ জুড়ে তাঁর আঁকা ছবির সুনাম। জলসার বসার ঘরের দেওয়ালে টাঙানো এই ছবির দাম চার কোটি টাকা! জানা যাচ্ছে, এই ছবির কিছু তাৎপর্যও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ষাঁড়ের এই ছবিটি শক্তি, ক্ষমতা, গতি এবং আশার প্রতীক। ঘরে বা কাজের জায়গায় এই ছবি রাখলে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জোয়ার আসে বলে বিশ্বাস। কিন্তু চার কোটির এই ছবির দামে কী কী বিলাসবহুল জিনিস কেনা যেতে পারে সেটা নিয়েই আলোচনা করা যাক।

এই ছবির টাকায় বিলাসবহুল অডি গাড়ি কিনে ফেলতে পারবেন আপনি। ভারতে একটি অডি কিউ সেভেন গাড়ির দাম ৭০-৮০ লক্ষ টাকা। অর্থাৎ ৪ কোটি টাকায় এমন পাঁচটি গাড়ি কিনে ফেলা যাবে। শুধু কী গাড়ি, এই পরিমাণ টাকায় বহুমূল‍্য রোলেক্স ঘড়ির একটি বড়সড় সংগ্রহ বানিয়ে ফেলতে পারবেন আপনি। প্রায় ৮ লক্ষ টাকা দামের এই রোলেক্স ঘড়ি বিরাট কোহলি, রণবীর কাপুর, এম এস ধোনির মতো তারকাদের কাছে বেশ প্রিয়।

ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ কোটি টাকা থাকলে আর সেই টাকা যদি বুদ্ধি করে কাজে লাগাতে পারেন তবে অমিতাভের জলসা বাংলোর কাছে একটি ২ বিএইচকে অ্যাপার্টমেন্টও নিয়ে ফেলতে পারবেন। যদি সোনার গয়নার ভক্ত হন তবে ৪ কোটি দিয়ে ৮ কেজি ২৪ ক‍্যারেটের সোনাও কিনে ফেলতে পারেন।

X