বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বর্ষীয়ান অভিনেতাদের তালিকায় প্রথম দিকেই থাকবে অমিতাভ বচ্চনের (amitabh bachchan) নাম। দীর্ঘদিন হয়ে গিয়েছে তিনি প্রবেশ করেছেন অভিনয় জগতে। আট থেকে আশি তাঁর ভক্ত তালিকায় রয়েছে সকলেই। তবে সেই প্রথম থেকেই একটি প্রথা এখনও মেনে আসছেন অমিতাভ। এতদিন পর্যন্ত তার নড়চড় হয়নি। আর তা হল প্রতি রবিবার তাঁর বাড়ির সামনে অনুরাগীদের সঙ্গে দেখা করা। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য তা বন্ধ রয়েছে। তাই বিষয়টা অনলাইনে নিয়ে এসেছেন অভিনেতা।
এখন সোশ্যাল মিডিয়াতেই অনুরাগীদের সঙ্গে সংযোগ বজায় রেখে চলেছেন অমিতাভ। ইনস্টাতে তাঁর পোস্টে সব কমেন্টেরই যথাসাধ্য উত্তর দিচ্ছেন তিনি। সম্প্রতি আরও একটি নতুন ভিডিও পোস্ট করেছেন বিগ বি। ভিডিওতে সবাইকে আরও মানবিক হতে বলেছেন তিনি। মানবিকতা বজায় রাখতে বলেছেন।
ভিডিওতে অমিতাভ বলেন, ‘ছোট থেকে বাবা মায়ের হাত ধরে আমরা হাঁটতে শিখেছি। শিক্ষক শিক্ষিকার হাত ধরে লিখতে শিখেছি। যে হাতের বানানো খাবার খেয়েছি, জেনেছি সেই হাত কখনও ক্ষতি করতে পারেনা। তাই এই পরিষ্কার রাখা, সুরক্ষিত রাখা খুব জরুরি। কিন্তু মানবিকতা কখনও ভুলে যাবেন না। মনুষ্যত্ব থেকে কখনও হাত ধুয়ে ফেলবেন না। আমাদের চারপাশে এমন প্রচুর মানুষ আছেন যাদের সাহায্য চাই।’
এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন অমিতাভ। এই ভিডিওর মাধ্যমে সবাঈকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন অভিনেতা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।