কলার টিউনে আর নয় কোভিড সতর্কতা, সরছে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বরও

বাংলাহান্ট ডেস্ক: আজ ১৫ জানুয়ারি থেকে আর শোনা যাবে না অমিতাভ বচ্চনের (amitabh bachchan) কণ্ঠে করোনা (corona) সতর্কবার্তা। ‘ব‍্যারিটোন ভয়েস’এ করোনা আবহে সমস্ত বিধি নিষেধ দেশবাসীকে মেনে চলার কথা বারে বারে মনে করিয়ে দিতেন তিনি। দেশে করোনা হামলা শুরু হতেই গত আট-নয় মাস ধরে এই নিয়ম জারি করেছিল কেন্দ্রীয় সরকার।

এবার বদল ঘটতে চলেছে সেই ব‍্যবস্থাপনায়। অতি সম্প্রতি স্বীকৃতি পেয়েছে ভারতের দু দুটি করোনা ভ‍্যাকসিন। তাই এবার কোভিড সতর্কতার বদলে কলার টিউনে শোনা যাবে টিকা সংক্রান্ত যাবতীয় তথ‍্য। অমিতাভের বদলে এবার কোনো মহিলার কণ্ঠ শোনা যাবে বলে জানা গিয়েছে।

Amitabh Bachchan Screen Gra 1539431172
সম্প্রতি ফোনকলে কোভিড সতর্কতায় বচ্চনের কণ্ঠস্বর সরাতে হবে, এই মর্মে দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে বসেন রাকেশ নামে জনৈক ব‍্যক্তি। কলার টিউন থেকে অমিতাভের কণ্ঠে করোনা সতর্কতার বার্তা সরিয়ে ফেলতেই এই মামলা দায়ের করেছেন তিনি।

কিন্তু এতদিন পর হঠাৎ এমন মামলার কারণ কি? রাকেশের বক্তব‍্য, কোভিড সতর্কতায় নিজের কণ্ঠ দেওয়ার বিনিময়ে ভারত সরকারের থেকে পারিশ্রমিক নিচ্ছেন বিগ বি। কিন্তু এমন অনেক কোভিড যোদ্ধা রয়েছেন যারা বিনামূল‍্যে এই কাজ করতে প্রস্তুত। তাই অমিতাভের কণ্ঠ সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন রাকেশ।

রাকেশের সুরে সুর মিলিয়ে সোশ‍্যাল মিডিয়াতেও উঠেছে এই দাবি। অমিতাভের বদলে নাম উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর। গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টে রাকেশের পিটিশন দাখিল করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি হবে মামলার শুনানি।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর