এমন স্ত্রী চাই না, বিয়ের আগে জয়ার উপরে শর্ত চাপিয়েছিলেন অমিতাভ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে বর্ষীয়ান জুটিদের মধ‍্যে অন‍্যতম অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan)। তাঁদের মতো আইকনিক জুটি খুব কমই আছে। ছ ফুটের অমিতাভের পাশে ছোটখাট জয়ার বিয়ের পর থেকে একটা ট্রেন্ডই হয়ে গিয়েছে, এমনতরো জুটিকে অমিতাভ-জয়া বলে ডাকা।

কম চর্চা হয় না তাঁদের ব‍্যক্তিগত সম্পর্ক নিয়ে। কম বিতর্কও নেই তাঁদের দাম্পত‍্য ঘিরে। তবুও দীর্ঘদিন ধরে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন তাঁরা। আগামী বছরেই বিয়ের ৫০ তম বর্ষপূর্তি উদযাপন করবেন অমিতাভ জয়া। এই ৫০ বছরের লম্বা সফরটাও ছিল চড়াই উতরাইয়ে ভরা।


বিয়েটাও এত সহজে হয়নি দুজনের। অমিতাভ নাকি এক শর্ত দিয়েছিলেন জয়াকে। সেটা না মানলে বিয়েই হবে না। সম্প্রতি নাতনি নভ‍্যা নভেলি নন্দার অনুষ্ঠানে এসেছিলেন জয়া। সেখানেই নিজেদের বিয়ে সম্পর্কে এক বিষ্ফোরক তথ‍্য ফাঁস করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

জয়া অকপটে জানান, বিয়ের আগে তাঁর উপরে এক শর্ত চাপিয়েছিলেন অমিতাভ। সেই শর্ত মানলে ভাল, আর না মানলে হবে না বিয়ে। কী এমন শর্ত দিয়েছিলেন বিগ বি? অনুষ্ঠানে জয়া জানান, তাঁরা ঠিক করেছিলেন অক্টোবর মাসেই বিয়ে করবেন। কারণ ততদিনে তাঁর যা যা কাজ বাকি ছিল সেসব মিটে যেত।


কিন্তু অমিতাভ তখন সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি এমন স্ত্রী চান না যে নটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করবে। তিনি জয়াকে বলেছিলেন, বিয়ের পর কাজ তিনি করতেই পারেন, কিন্তু সেটা নিয়মিত নয়। তিনি আরো পরামর্শ দিয়েছিলেন, কোনো কাজ বেছে নেওয়ার আগে ভাবতে আর সেই সঙ্গে সঠিক লোকজনদের সঙ্গে কাজ করতে।

যদিও অক্টোবর মাসে বিয়েটা করেননি অমিতাভ জয়া। ১৯৭৩ সালের ৩ রা জুন বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। মুম্বইয়ে জয়ার দিদার বাড়িতে হয়েছিল বিয়ে। ইন্ডাস্ট্রির অন‍্যতম বড় অনুষ্ঠান ছিল সেটা। এখনো পর্যন্ত অমিতাভ জয়ার বিয়ের অনুষ্ঠান নিয়ে চর্চা হয় বলিউডে।

সম্পর্কিত খবর

X