বাংলা হান্ট ডেস্ক: অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী নিয়ে বড় ও ছোটপর্দায় একাধিক বায়োপিক তৈরি হতে যাচ্ছে। কিন্তু এই আয়োজনে বাঁধা দিল প্রয়াতের পরিবার।
জয়ললিতাকে কেন্দ্র করে ‘কুইন’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করছিলেন গৌতম মেনন। প্রধান চরিত্রে আছেন রামিয়া কৃষ্ণণ।কিন্তু এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন জয়ললিতার ভাগনে দীপক জয় কুমার। তার বলছেন, “এই ছবি বানানোর আগে পরিবার থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। কঙ্গনা রনৌত অভিনীত ‘থালাইভি’র জন্য যথাযথ অনুমতি নিয়েছিলেন পরিচালক এ এল বিজয়। তাকে নো অবজেকশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে। কিন্তু ‘কুইন’ -এর ক্ষেত্রে এর কোনোটাই হয়নি”।
তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আম্মা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং তার পাবলিক লাইফ সম্পর্কেও সবার ধারণা ছিল। মেনন যদি শুধুমাত্র তার রাজনৈতিক জীবন পর্দায় তুলে ধরেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ও আমার বোন দীপার অনুমতি ছাড়া তার ব্যক্তিগত জীবন নিয়ে কারো ছবি তৈরির অধিকার নেই। আমার খালা সম্পর্কে কেউ অসত্য প্রচারের চেষ্টা করলে আমরা মানহানির মামলা দায়ের করব”।
সঙ্গে যোগ করেন, অনেক চেষ্টা করেও পরিচালক গৌতম মেননের সঙ্গে জয় কুমারের পরিবার যোগাযোগ করতে পারেনি। আশা রাখছেন নির্মাতা নিজেই যোগাযোগ করবেন। এদিকে জয়ললিতা চরিত্র নিয়ে বেশ ব্যস্ত আছেন কঙ্গনা। বর্তমানে ‘থালাইভি’র কাজেই বেস্ত তিনি।