বাংলাহান্ট ডেস্ক : বিজেপির নির্বাসিত মুখপাত্র নূপুর শর্মার হযরত মুহাম্মদ কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় পড়ে গিয়েছে ভারত (India) সহ বিশ্বের নানা প্রান্তে। এই ঘটনার প্রেক্ষিতে ভারতে মুসলমানদের নিশানা না করার আবেদন জানিয়ে করা বিবৃতি জারি করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)।
সাম্প্রতিক সময়ে বিজেপির নির্বাসিত মুখপাত্র নূপুর শর্মার একটি বিতর্কিত মন্তব্য কে কেন্দ্র করে হইচই পড়ে যায় ভারতবর্ষ জুড়ে। শুধু ভারতেই নয় বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশ গুলি ভারতের তীব্র সমালোচনা করে। বিভিন্ন বাণিজ্যকেন্দ্রে ভারতীয় পণ্য বয়কটও করা হয়। তীব্র প্রতিবাদ শুরু হয়ে যায় দেশের মধ্যেও। বিভিন্ন জায়গা থেকে পথ অবরোধ, রেল অবরোধ, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর পাওয়া যায়। অশান্তি দমন করতে কিছু কিছু জায়গায় প্রশাসন ‘অতি সক্রিয়’ ভূমিকা পালন করছে বলে অভিযোগ আসতে থাকে।
এবার সেই প্রেক্ষিতে কড়া বিবৃতি জারি করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে লেখা হল, ‘বিক্ষোভ দমনে ভারতীয় কর্তৃপক্ষ যেন অবিলম্বে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত হয়।’ বিক্ষোভ দমনের কড়া প্রক্রিয়ায় দেশে একটি শিশু-সহ দু’জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি। প্রেস বিবৃতিতে অ্যামনেস্টি লিখেছে, ‘শান্তিপূর্ণ উপায়ে যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন তাঁদের যে কায়দায় আইনশৃঙ্খলার ক্ষেত্রে ‘বিপজ্জনক’ হিসাবে চিহ্নিত করা হচ্ছে তা গভীর উদ্বেগের বিষয়।
একইসঙ্গে মুসলমানদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ করছে তাও চিন্তার বিষয়।’ রাষ্ট্র মুসলমানদের নিশানা করছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি। বিবৃতিতে তারা লিখেছে, ‘ভারত সরকার প্রতিশোধমূলক ভাবে বেছে বেছে সেই সমস্ত মুসলমানদের উপর নিপীড়ন নামিয়ে আনছে যারা মুখ খোলার স্পর্ধা দেখাচ্ছেন বা শান্তিপূর্ণ উপায়ে তাঁদের উপর হওয়া বিদ্বেষের প্রতিবাদ জানাচ্ছেন।’