বাংলায় আমফান ত্রাণের ত্রিপল ২১ শে জুলাইয়ের মঞ্চে ব্যবহার নিয়ে প্রবল বিতর্ক! উঠছে রাজনৈতিক নিন্দার ঝড়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বাংলার (West bengal) তৃণমূল (All India Trinamool Congress) সদস্যারা। কখনও রেশন দুর্নীতি, তো আবার কখনও আমফান দুর্নীতি। সেইসঙ্গে কাটমানি তো আছেই। বিরোধীরা অনবরতই দুর্নীতির অভিযোগ এনে চলেছে শাসক দলের বিরুদ্ধে। সেইমত চলছে চল্লাশিও।

২১ শের ভার্চুয়াল সভা
করোনার আবহে ২১ শে জুলাইয়ের শহীদ স্মরণের সভা এবারে আর ধর্মতলায় বসে নি, এবারে তা করা হয়েছে সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে। করোনার আবহে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে ২১ শে জুলাইয়ের শহীদ স্মরণ এবারে অনলাইনের মাধ্যমেই সারল বঙ্গ তৃণমূল। সেইসঙ্গে দুপুর ২ টো থেকে ছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বকৃতাও।

তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ
অনলাইনে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য তৈরি করা হয়েছিল মঞ্চ। সেখানেই অনেকে মিলে একত্রিত ভাবে মুখ্যমন্ত্রীর বকৃতা শোনার ব্যবস্থাও করা হয়েছিল। বাংলার বিভিন্ন জায়গার মতো বিধাননগর পুরনিগমের ১১ ওয়ার্ডেও মঞ্চের ব্যবস্থা করে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেখানেই শোনা হয়েছিল মুখ্যমন্ত্রীর ভাষণ। কিন্তু একি? এযে আমফানের ত্রাণের ত্রিপল।

ত্রিপল বিভ্রাট
বাগুইআটিতে আমফানের ত্রিপল দিয়েই তৈরি করা হয়েছিল ২১ শের সভার অস্থায়ী মঞ্চ। ত্রিপলের গায়ে পরিষ্কার লেখা, ‘পশ্চিমবঙ্গ সরকার, দুর্গত মানুষদের পাশে’, যা দেখে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে তাঁদের সুর আরও চড়িয়ে তুলেছে। তবে এই ঘটনাকে বিরোধী দলের চক্রান্ত বলেই জাহির করেছে কাউন্সিলরের ঘনিষ্ঠরা। তারা বলছে, ইচ্ছে করে বিরোধীরা সাধারণ ত্রিপলে সরকারি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে।

বিরোধীদের কটাক্ষ
এবিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে কংগ্রেসের প্রদেশ স্তরের নেতা সোমেশ্বর বাগুই বললেন, ‘আমফান ত্রিপল নিয়ে দুর্নীতির খবর অনেকদিন থেকেই আমাদের কাছে ছিল। সেই কারণে আমরা ত্রিপল বিলির হিসাব চেয়ে বিধাননগরে মেয়রের কাছে স্মারকলিপিও দিয়েছিলাম। কিন্তু কোন পাত্তা দেয়নি তারা। আজকের এই ঘটনায় প্রমাণ হয়ে যায়, ত্রিপল বিলি নিয়ে দুর্নীতি হয়েছে’।

সম্পর্কিত খবর

X