সময়ের সাথে সাথে গতিবেগ বাড়াচ্ছে আমফান সাইক্লোন, লন্ডভন্ড বহু স্থান, মৃত ১

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় ঢুকে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান (Amphan)। ওড়িশায় ইতিমধ্যেই সেটি পারাদ্বীপ, কেন্দ্রপাড়া, ধারমা জেলা পার করে বালোসোরের দিকে এগোচ্ছে। দুপুর আড়াইটে নাগাদ ল্যান্ডফল শুরু করেছে আমফান। সন্ধের আগেই সেটি প্রবল বেগে বালাসোরে আছড়ে পড়তে পারে। এমনটাই জানিয়েছেন ওড়িশার রিলিফ কমিশনার প্রদীপ কুমার জেনা (pradip Kumar Jana)।

জানা গিয়েছে, শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া বালাসোরের  (Balasore) ভোগারাই ব্লকে একটি বিদ্যুতের খুঁটি এসে পড়ে এক মহিলার ওপরে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাড়ি থেকে কোনও কাজ বাইরে বেরিয়েছিলেন ওই মহিলা।

বালাসোরের খাইরা ব্লকের একাধিক কাঁচা বাড়ি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। জয়পুর জেলার বারি ব্লকেও শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও ঝড়। বিদ্যুত্ নেই। বিদ্যুতের বহু খুঁটি, গাছ উপড়ে পড়ে বহু যায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে  প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর।

অন্যদিকে, একই ঘটনার চিত্র মিলল দিঘায়। চলছে ঝড়ের দাপট। ঝড়ের দাপটে দিঘা রেলস্টেশনের করোগেটেড শিট (চাল) উড়ে গিয়েছে। ঝড়ের তাণ্ডবে ফুঁসছে সমুদ্র। ভয়াল রূপ ধারণ করেছে দিঘার সমুদ্র। সৈকতের গার্ডওয়াল টপকে ঢেউ উঠে আসছে রাস্তায়। ঝড়ের সঙ্গেই চলছে তুমুল বৃষ্টি। অন্যদিকে কাকদ্বীপেও চলছে প্রবল ঝড়। ঘণ্টায় ১৬৭ কিমি বেগে ঝড় হচ্ছে কাকদ্বীপে। এখন অবধি জানা গিয়েছে, মন্দারমনির কয়েকটি হোটেলে জল ঢুকেছে।

jhor 4

ওড়িশা উপকূলের ৩ জেলায় ক্রমশ বাড়ছে ঝড়ের গতি। এনডিআরএফের টিম কাজ করেছে ভদ্রক ও বালাসোর থেকে মোট ১.৫ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হচ্ছে ভুবনেশ্বের।

সম্পর্কিত খবর